শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:৫৭ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : ক্রিস রককে চড় মেরে অস্কার থেকে ১০ বছর নিষিদ্ধ হন এ বছর সেরা অভিনেতার অস্কারজয়ী উইল স্মিথ। অস্কারে সঞ্চালনার সময় দর্শকসারি থেকে উঠে গিয়ে ক্রিসকে চড় মেরেছিলেন স্মিথ। তার জন্য ক্ষমাও চেয়েছেন। ক্রিস রকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছেন। তবে বিতর্ক পিছু ছাড়ছে না স্মিথের।
কমেডিয়ান ক্রিস রক সম্প্রতি জানিয়েছেন, তাকে পরবর্তী অস্কারে সঞ্চালনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি তা প্রত্যাখান করেছেন। তিনি স্মিথের সঙ্গে লড়াইয়ে নামতে চান না।
অসুস্থতার কারণে স্মিথের স্ত্রী জাডা পিঙ্কেটের মাথা থেকে চুল পড়ে যাচ্ছে। অস্কারের সঞ্চালনার করার সময় বিষয়টি নিয়ে মজা করেন ক্রিস রক। বিষয়টি স্বাভাবিকভাবেই ভালো লাগেনি জাডা ও স্মিথের। তবে স্মিথ যে অস্কারের মঞ্চে গিয়ে কষিয়ে চড় মারবেন তা হয়তো কল্পনাও করেননি ক্রিস রক।