1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১০:১৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

‘দেখিয়ে দাও’ : সুজনের জবাবে জয়াবর্ধনে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২
  • ১২৩ বার পঠিত

ক্রীড়া ডেস্ক : শ্রীলঙ্কা দলে বিশ্বমানের বোলার নেই বলে দাবি করেছিলেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তাঁর কথার জবাবটা আসতে সময়ও লাগল না। সুজনের কথার পিঠে পাটকেল ছুড়েছেন লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে।

এশিয়া কাপের সুপার ফোরে ওঠার লড়াইয়ে আজ রাত ৮টায় শুরু হওয়া ম্যাচটা বাংলাদেশ-শ্রীলঙ্কার জন্য বাঁচা-মরার। আফগানিস্তানের কাছে হেরে দুই দলেরই পিঠ দেয়ালে ঠেকে গেছে। আজ হারলে গ্রুপ পর্ব থেকে বাদ পড়বে যেকোনো এক দল।

সাম্প্রতিক সময়ে একে অপরের কঠিনতম প্রতিপক্ষ হয়ে উঠেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। নিদাহাস ট্রফির পর থেকেই মাঠের বাইরেও দুই দলের লড়াই মানেই এখন বাড়তি কিছু পাওয়া। এশিয়া কাপেও এর ব্যতিক্রম কিছু ঘটছে না।

শুরুটা করেছিলেন লঙ্কান পেসার দাসুন শানাকা। বাংলাদেশ দলে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান ছাড়া বিশ্বমানের বোলার নেই বলে দাবি করেছিলেন তিনি। শানাকার কথার জবাবে শ্রীলঙ্কা দলে একজনও বিশ্বমানের বোলার নেই বলে সুজন বলেছিলেন, ‘সে (দাসুন শানাকা) আরও বলছে, আমাদের দুই বোলার, তাই তো? আমি বলব তাদের দলে সেটাও নেই। যেখানে বাংলাদেশের দুজন আছে, এটা তো ভালো। আমি মনে করি না, তাদের আমাদের মতো বিশ্বমানের বোলার আছে, যারা মোস্তাফিজ এবং সাকিবের মতো।’

 

সুজনের বক্তব্য বাংলাদেশ-শ্রীলঙ্কা উত্তাপের আগুনে ঘি ঢেলেছে বলা চলে। তাই জবাবটাও এসেছে দ্রুত। লঙ্কান সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে টুইটারে সুজনের কথার পাল্টা জবাব দিয়েছেন। লিখেছেন, ‘মনে হচ্ছে এবারই সময় বোলারদের তাদের ক্লাস দেখিয়ে দেওয়ার। ব্যাটাররাও দেখিয়ে দেবে মাঠে তারা কেমন…!’ লেখার শেষে চোখ টেপার একটা ইমোজিও ব্যবহার করেছেন জয়াবর্ধনে। সুজনের কথায় যে তিনি মজা পেয়েছেন সেটাই যেন বোঝাতে চেয়েছেন এই ইমোজি ব্যবহার করে। হতে পারে সেটা তাচ্ছিল্যও!

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..