1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:১৭ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

প্রাগে চেক সরকার, ইইউ ও ন্যাটোর বিরুদ্ধে বিক্ষোভ

  • আপডেট টাইম : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৭৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :: চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে আনুমানিক ৭০ হাজার মানুষ ক্ষমতাসীন জোট সরকারের বিরুদ্ধ বিক্ষোভ করেছে। তারা জ্বালানির দাম নিয়ন্ত্রণ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটোর বিরুদ্ধেও স্লোগান দিয়েছে বিক্ষোভকারীরা। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

চেক প্রজাতন্ত্রের কমিউনিস্ট পার্টি, কয়েকটি ডানপন্থী দল ও বেশ কয়েকটি ছোট রাজনৈতিক দল এ বিক্ষোভের আয়োজন করেছে। আয়োজকদের দাবি, চেক প্রজাতন্ত্রকে সামরিকভাবে নিরপেক্ষ হতে হবে এবং রাশিয়াসহ অন্যান্য গ্যাস সরবরাহকারী দেশগুলোর সঙ্গে চুক্তি নিশ্চিত করতে হবে।

চেক পুলিশ জানিয়েছে, মধ্য বিকেল পর্যন্ত বিক্ষোভকারীর সংখ্যা আনুমানিক ৭০ হাজারের মতো ছিল।

বিক্ষোভ আয়োজকদের একজন জিরি হ্যাভেল স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা পরিবর্তনের দাবিতে বিক্ষোভ করছি। প্রধানত জ্বালানির দাম, বিদ্যুতের দাম ও গ্যাসের সমস্যার সমাধান করতে হবে। তা না হলে আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে।’

মুদ্রাস্ফীতি ও জ্বালানির দাম বাড়ানোর জেরে চেক সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট উত্থাপন করেছিল বিরোধীরা। সেই ভোটে টিকে যাওয়ার একদিন পরেই শহরের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত ওয়েন্সেসলাস স্কয়ারে বিক্ষোভ হলো।

চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা শনিবার স্থানীয় গণমাধ্যম সিটিকে নিউজ সার্ভিসকে বলেছেন, ‘বিক্ষোভকারীদের হৃদয়ে কোনো দেশপ্রেম নেই। তারা দেশের স্বার্থ বোঝে না। ওয়েন্সেসলাস স্কয়ারে যারা বিক্ষোভ করছে, তারা সবাই রুশপন্থী। একই সঙ্গে তারা চরমপন্থী। এই বিক্ষোভকারীরা চেক প্রজাতন্ত্রের স্বার্থবিরোধী বিক্ষোভ করছে।’

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..