সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০১:৪৫ অপরাহ্ন
স্টাফ রিপোটার : বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়ের জন্মদিন উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করেছে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। রবিবার (৩০ অক্টোবর) বিকালে মৌলভীবাজার জনমিলন কেন্দ্রে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ-সহসভাপতি শেখ আব্দুস সামাদ আজাদের নেতৃত্বে এসব কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল- জন্মদিনের কেক কাটা,দোয়া মাহফিল ও শিরনী বিতরণ।
এসময় শেখ আব্দুস সামাদ আজাদ বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ সুস্থ ধারার রাজনীতির জন্য কাজ করে যাচ্ছে। বর্তমান সভাপতি আল নাহিয়ান খান জয়ের নেতৃত্বে ছাত্রলীগ এগিয়ে চলছে।নিজের জীবনের ঝুঁকি নিয়ে করোনা মহামারির মধ্যেও দেশ ও মানুষের জন্য দিনরাত নিরলসভাবে কাজ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সভাপতি আল নাহিয়ান খান জয় ভাই। মৌলভীবাজার জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ তার সুস্থতা কামনা করছে।’
এসময় উপস্থিত ছিলেন- জেলা ছাত্রলীগের নেতা হেলাল, নিজাম,জুবেদ, জুবায়ের, সাকের, রবিন, মাফি ,রাসেল,মাহমুদ,সানি,সহ পৌর,উপজেলা,বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ ।