1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে রাশিয়া : যুক্তরাষ্ট্র

  • আপডেট টাইম : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
  • ১৮৬ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া শস্য রফতানি চুক্তি রাশিয়া স্থগিত করেছে। ওই চুক্তির ফলে ৯০ লাখ টনেরও বেশি শস্য ইউক্রেন থেকে বাইরে পাঠানো সম্ভব হয়েছে। এই চুক্তি স্থগিতের মাধ্যমে রাশিয়া খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

রুশ কর্তৃপক্ষ বলেছে, ‘ব্ল্যাক সি ফ্লিটের জাহাজের বিরুদ্ধে উগ্রবাদী হামলার সঙ্গে যুক্ত সাম্প্রতিক ঘটনাবলীর আলোকে এমন সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।’ খবর ভয়েস অব আমেরিকার

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে বলেন, ‘এই চুক্তি স্থগিত করার মাধ্যমে, রাশিয়া আবারও তাদের আরম্ভ করা যুদ্ধটিতে খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে, যার ফলে নিম্ন ও মধ্য আয়ের দেশগুলো এবং বৈশ্বিক খাদ্যমূল্য সরাসরি প্রভাবিত হবে এবং ইতোমধ্যেই শোচনীয় মানবিক সংকট ও খাদ্য অনিরাপত্তা বৃদ্ধি পাবে।’

ব্লিংকেন বলেন যে, যুক্তরাষ্ট্র রাশিয়ার সরকারকে (অনুরোধ করছে) যাতে তারা এই উদ্যোগে অংশগ্রহণ আবার শুরু করে, চুক্তিটি পুরোপুরি মেনে চলে এবং বিশ্ব জুড়ে মানুষজন যাতে এই উদ্যোগের ফলে পাওয়া সুফল ভোগ করা অব্যাহত রাখতে পারে, তা নিশ্চিত করতে কাজ করে।

জাতিসংঘ প্রধান অ্যান্তনিও গুতেরেস রাশিয়া ও ইউক্রেনকে শস্য চুক্তিটি নবায়ন করতে অনুরোধ করার একদিন পরই রাশিয়া এমন ঘোষণা দেয়।

রোববার ডেলাওয়্যারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ইউক্রেনের শস্য চুক্তিতে অংশগ্রহণ স্থগিত করার রাশিয়ার ঘোষণাটি সম্পূর্ণরূপে আপত্তিকর। এটি অনাহার বৃদ্ধি করবে।

বাইডেন বলেন, ‘তারা যা করছে তার কোনো যুক্তি নেই। জাতিসংঘ এই চুক্তি মধ্যস্থতা করেছে এবং সেখানেই কথা শেষ হয়ে যাওয়া উচিৎ ছিল।’

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিচ জানান যে, এই বিষয়ে জাতিসংঘ রুশ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..