সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১১:৩৬ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : ইথিওপিয়ার গৃহযুদ্ধ বন্ধে দেশটির সরকার এবং তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট সম্মত হবার বিষয়ে একটি চুক্তি হয়েছে।
ইথিওপিয়ার সরকার এবং টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট এর প্রতিনিধিরা একটি নিরস্ত্রীকরণ পরিকল্পনা এবং সহায়তা সরবরাহসহ গুরুত্বপূর্ণ পরিষেবা পুনরুদ্ধারে স্বাক্ষর করেছে।
বার্তা সংস্থা এএফপি বলছে, আফ্রিকান ইউনিয়ন এটিকে একটি নতুন ভোর হিসাবে আখ্যা দিয়েছে।
অক্টোবরের মাঝামাঝি থেকে তাইগ্রে অঞ্চলের রাজধানী মেকেলেতে কোনও ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে পারেনি। অথচ সেখানকার ৭০ লাখ মানুষের জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন।
জাতিসংঘ বলছে, এদের মধ্যে ৪ লাখ মানুষ প্রায় দুর্ভিক্ষ পরিস্থিতিতে বাস করছেন।