1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বিশ্বে করোনায় মৃত্যু কমেছে

  • আপডেট টাইম : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
  • ১৬৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাস মহামারিতে বিশ্বে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। কমেছে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৫৪ জন। এটি আগের দিনের তুলনায় শতাধিক কম। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৬ লাখ ১৫ হাজার ৩৫১ জন।

একই সময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬ হাজার ৩২৭ জন। এটি আগের দিনের তুলনায় প্রায় ১২ হাজার কম। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর বেড়ে দাঁড়িয়েছে ৬৪ কোটি ৩ লাখ ১৪ হাজার ৮৩৯ জনে।

সোমবার (১৪ নভেম্বর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৮৯৪ জন। আর মারা গেছেন ৬৭ জন। জাপানে এ পর্যন্ত ২ কোটি ৩১ লাখ ৭৮ হাজার ৭১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৪৭ হাজার ৫৭৯ জনের।

এদিকে রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৬৪ জন। মারা গেছেন ৬০ জন। দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ১৪ লাখ ৯৯ হাজার ৯৫২ জন। আর মৃত্যু হয়েছে ৩ লাখ ৯১ হাজার ২৪ জনের।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২২৪ জন এবং একজনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ৯ কোটি ৯৮ লাখ ৯৮ হাজার ৪৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর ১১ লাখ ১২৬ জনের মৃত্যু হয়েছে।

 

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..