1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

  • আপডেট টাইম : রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২
  • ১৫৮ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : বিশ্বকাপের ডামাডোলের মধ্যেই মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-ভারত সিরিজ। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি দুই দল।

এই ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। অর্থাৎ বাংলাদেশ প্রথমে বোলিং করবে।

পিচ রিপোর্টে বলা হয়েছে, ব্যাটিংয়ের জন্য দুর্দান্ত হবে উইকেট। বাংলাদেশ একাদশে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নেমেছে। ভারতের হয়ে আজ অভিষেক হচ্ছে ‍কুলদীপ সেনের।

টসের মধ্য দিয়ে বাংলাদেশের ১৫তম অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করলেন লিটন। ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন তামিম ইকবাল। তার বদলে লিটন এই সিরিজ নেতৃত্ব দেবেন।

ইনজুরি আছে ভারতীয় দলেও। যে কারণে ঋষভ পান্ত ওয়ানডে সিরিজ খেলতে পারছেন না। তিনি টেস্ট সিরিজে যোগ দেবেন। পান্তের বদলে উইকেটের পেছনে দায়িত্ব সামলাবেন লোকেশ রাহুল। এছাড়া ইনজুরির কারণে প্রথম ওয়ানডেতে নেই অক্ষর প্যাটেলও।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ , এবাবাদত হোসেন, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।

ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, দীপক চাহার, মোহাম্মদ সিরাজ ও কুলদীপ সেন।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..