1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

১৩ হলে মুক্তি পেলো কেয়ার ‘কথা দিলাম’

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩৫ বার পঠিত

অনলাইন ডেস্ক: বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে ১৩ হলে মুক্তি পেয়েছে কেয়ার ‘কথা দিলাম’ ছবিটি। আজ সিনেমাটির মুক্তি উপলক্ষে চিত্রনায়িকা কেয়াসহ ছবির টিম চিত্রামহল হলে দর্শকদের সাথে ছবিটি দেখেন।

একই দিনে দেশের ১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘মন দিয়েছি তারে’। ছবি দুটি ভালোবাসার গল্পে নির্মিত। ‘কথা দিলাম’ সিনেমাটিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন একসময়ের আলোচিত অভিনেত্রী কেয়া ও নবীন অভিনেতা জামশেদ শামীম। জসিম উদ্দিন প্রযোজিত সিনেমাটি নির্মাণ করেছেন রকিবুল আলম। সিনেমার সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু।

ছবিটি যেসব হলে প্রদর্শিত হচ্ছে সেগুলো হলো- চিত্রামহল (পুরান ঢাকা), বিজিবি অডি (ঢাকা), আনন্দ (ফার্মগেট ঢাকা), সেনা অডি (সাভার), নিউ মেট্রো (নারায়ণগঞ্জ), মর্ডান সিনেমা (দিনাজপুর), তামান্না সিনেমা (সৈয়দপুর), রাজিয়া সিনেমা (নাগরপুর), মাধবী সিনেমা (মধুপুর), রুনা সিনেমা (চালাকচর), স্বপ্নপুরী (শ্রীনগর), পূর্বাসা সিনেমা (শান্তাহার), ও আনন্দ সিনেপ্লেক্স (গুরুদাসপুর)। জানা গেছে, নতুন বছরে মুক্তির দিক দিয়ে এটিই কেয়ার প্রথম সিনেমা। তার ভাষায়, ‘আমার চরিত্রটি বেশ বৈশিষ্ট্যমণ্ডিত এবং চরিত্রটির প্রাণ প্রতিষ্ঠায় যথেষ্ট শ্রম দিতে হয়েছে। গ্রামীণ পটভূমিতে নির্মিত এটি ভিন্ন স্বাদের একটি গল্প। পরিবার নিয়ে দেখার মতো একটি সিনেমা। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে সবার ভালো লাগবে।’

অভিনেতা জামশেদ শামীম বলেন, গল্পের প্রয়োজনে দর্শক সিনেমাটি দেখবে। ভালো গল্প ও নির্মাণ হলেই দর্শক সিনেমাটি উপভোগ করবে। অভিনেতা হিসেবে বুঝি গল্প ও চরিত্র। এটি তেমনই। গল্পটি চমৎকার। গানগুলো ভালো লাগার মতো। সবাইকে সিনেমাটি দেখার অনুরোধ করব।

নির্মাতা রকিব বলেন, ‘একসময় বাংলাদেশে গ্রামীণ পটভূমির চলচ্চিত্র ছিল বেশ জনপ্রিয়। নব্বই দশকেও এ ধরনের চলচ্চিত্রের প্রতি দর্শকদের ব্যাপক আগ্রহ ছিল। তবে বর্তমানে এ ধরনের সিনেমা তেমন একটা নির্মিত হচ্ছে না। কিন্তু আমি নতুন জুটি নিয়ে গ্রামীণ গল্পে সিনেমাটি নির্মাণ করেছি। আশা করছি, সবার ভালো লাগবে।’

প্রযোজক জসিম উদ্দিন নিজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, ‘একটি সিনেমা বানানোর পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ সিনেমা মুক্তি। আমার মনে হয় অন্তত এক মাস সময় পেলে সিনেমার প্রচারণা করে ইতিবাচক ফল আসে। কিন্তু প্রযোজক সমিতি থেকে সময় নিয়ে রাখলেও জটিলতা দেখা দেয় হল পাওয়া নিয়ে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন সমু চৌধুরী, জ্যাকি আলমগীর, পরাগ বিশ্বাস, কাজল, শেখ স্বপ্না, শাইলা, হাসিমন, সুচনা শিকদার, জাহিদ ইসলাম ও তাহমিনা মনা প্রমুখ। সিনেমায় পাঁচটি গান রয়েছে। সব কটি গানই লিখেছেন জসিম উদ্দিন। গেয়েছেন এস এই টুটুল, আকাশ সেন, সালমা, এস কে শানু ও হৈমন্তী রক্ষিত দাস।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..