1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

সাকিব আল হাসান: নাম্বার ৩ পজিশনে আলোকিত যে পারফরম্যান্স ও আক্ষেপ!

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ২০৯ বার পঠিত

সামাদ আহমেদ আবির : জয়ের আশা জাগিয়েও শেষ পর্যন্ত পরাজয় দিয়ে শুরু হলো ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ।
তবে যে শুরু হোক না কেনো কিংবা বাংলাদেশের স্টার্টিং ম্যাচ নিয়ে আলোচনা করতে গেলে যে নামটা সবার আগে আসে তা হলো সাকিব আল হাসান।
সাকিব কেনো আলোচনায়?
সাকিব আল হাসানের সাথে তামিম ইকবালের দূরত্ব, ড্রেসিংরুমে তারা কথা বলে কি বলেনা এ ধরনের অবাস্তব আলোচনা বিভিন্ন সময়ে দেখেছি। আমি যে আলোচনা করতে চাই সেটা একটু ভিন্ন।
সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটারের মধ্যে সেটেল্ড ক্রিকেটারের মধ্যে তাদের একজন। সাকিব আল হাসানের ব্যাটিং পজিশন টাও তো সেটেল্ড হওয়া দরকার।
যখন সাকিব আল হাসানের মতো ক্রিকেটের বিশ্বকাপের মঞ্চে ৩ নম্বরে নেমে ৬০৬ রান করেন ইংল্যান্ডের মাঠিতে ঠিক সেই সাকিব আল হাসানের ব্যাটিং পজিশন নিয়ে পরিক্ষা নিরিক্ষার কি প্রয়োজন আছে?

অবাক করা হলেও সত্য, সবশেষ ৫ ইনিংসে যেগুলোতে তিনি ব্যাট করেছেন সেই ৫ ইনিংসে ৪ বার অন্তত ব্যাটিং পজিশন বদল হয়েছে। গতকালের ম্যাচে সাকিব ব্যাট করেছেন ৫ নম্বর পজিশনে যা সাকিব এই পজিশনে ব্যাট করলেন সবশেষে ২৮ ইনিংস পর প্রায় ৫ বছর আগে ২০১৮ সালে! সাকিব আল হাসান এর আগে কিন্তু ব্যাট করেছিলেন নাম্বার ৩ পজিশনে এ তে ৪৩ রান করেছিলেন স্টাইক রেট ছিল ৮৬!সাকিব সবশেষ ফিফটিও যে পেয়েছিলেন তাও কিন্ত এই ৩ নাম্বার পজিশনে। গত ১২ ইনিংসের সর্বচ্চো যে রান করেছিলেন বাংলাদেশকে যে জিতিয়েছিলেন অপরাজিত ৯৬* জিম্বাবুয়ের বিপক্ষে সেটাও ৩ নাম্বারে নেমে। সাকিবের সবচেয়ে ব্যাটিং গড় এই পজিশনে প্রায় ৫০ গড়ে! একজন ক্রিকেটার তার একটা নির্দিষ্ট পজিশনে নিয়মিত ভালো করছেন, সেই ক্রিকেটারের ব্যাটিং পজিশনটাও সবশেষ ৫ ইনিংসের ৪ বার পরিবর্তন।
এটা কতটুকু যৌক্তিক? সাকিব আল হাসানকে নিয়ে কেনো গিনিপিগ গিনিপিগ খেলা?

সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস এদের যদি ব্যাটিং পজিশন না ঠিক থাকে, এদেরকে এক্সপেরিমেন্ট করিয়ে কার বা কাদের ব্যাটিং পজিশন টা টিম মেনেজমেন্ট সেটিং করতে চায় সেটা কিন্তু একটা বড় প্রশ্ন!

সাকিবকে ২৮ ইনিংস পর নিয়ে আসা তার যে বাজে পারফরমেন্স এবং নাম্বার ৩ পজিশনে তার যে আলোকিত পারফরম্যান্স এই দুইয়ের যে পার্থক্য করা টিম ম্যানেজমেন্টের মাথায় কবে ডুকবে? আবারও বিশ্বকাপ চলে আসছে, সবশেষ বিশ্বকাপে নাম্বার ৩ পজিশনে ব্যাট করা সফল সাকিব আল হাসান সেই বিশ্বকাপে ও যেনো তার সেই প্রিয় পজিশনে ব্যাট করতে পারে তা আমরা প্রত্যাশা করতে পারি।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..