1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

শেরপুর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকে’র আয়োজনে মেধাবী শিক্ষার্থী বৃত্তির টাকা অসহায়দের খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ২০৭ বার পঠিত

বিশেষ প্রতিনিধি: নাড়ির টানে, দেশের মানুষের ভালবাসার মুগ্ধতায় শেরপুর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকে’র অনেক সদস্যরা আত্মীয়তার বন্ধনকে দৃঢ় করার লক্ষ্যে দেশে ফিরেছেন। তারা সদর উপজেলার আজাদ বখত উচ্চ বিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে সোমবার দুপুরে এক অনুষ্ঠানের আয়োজন করে মেধাবী একশ শিক্ষার্থীকে বৃত্তির টাকা প্রদান, ৯ গরীব মেধাবী কলেজ শিক্ষার্থীকে বিনামূল্যে বই ও দুইশ অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য বিতরণ করা হয়। যুক্তরাজ্যস্থ শেরপুর ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে স্বেচ্ছাসেবি সংগঠনের সাবেক সভাপতি প্রভাষক জয়নাল আবেদীন বকুলের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক শিহাবুর রহমান ও
সমাজসেবি অলিউর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেটের ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি অরবিন্দ পোদ্দার বাচ্চু, অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ, প্রধান শিক্ষক হাবিবুর রহমান, ওয়েল ফেয়ার ট্রাস্টের সাবেক উপদেস্ট আব্দুল বাছিত, যুক্তরাজ্য ভিত্তিক ওই সংগঠনের সদস্য সহকারী অধ্যাপক ফেরদৌস আলম নৌসা, সৈয়দ সাজিদ উদ্দিন কামরান, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধ কবির উদ্দিন আহমদ, প্রবীণ শিক্ষক খালেদুর রহমান, শাহাব উদ্দিন আহমদ, বক্তব্য দেন আনছার উদ্দিন, আশরাফ আলী খান, আবুল হোসেন, হুমায়ূন আহমদ প্রমুখ।
শেরপুর ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে ৫টি মাধ্যমিক ও দু’টি মাদ্রাসার একশ মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীর প্রত্যেককে দুই হাজার টাকা ও ৯ গরীব মেধাবী শিক্ষার্থীকে বিনামূল্যে বই বিতরণ করা হয়। অন্যদিকে রমজান মাসকে সামনে রেখে দুইশ মানুষের প্রত্যেককে তেল, চাল, ডাল, ছোলা,পেঁয়াজসহ ১১ কেজি ওজনের একটি করে প্যাকেট প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয়।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..