1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১১:২৫ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

উত্তরাধিকার নির্ধারণ করতে পুত্র-কন্যার ‘অডিশন’ নেন বিশ্বের শীর্ষ ধনী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১২৮ বার পঠিত

ডেস্ক রিপোর্ট ::ইলোন মাস্ককে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনী বার্নাড আর্নল্ট। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ ২০৮ বিলিয়ন ডলার। ১৯৮৯ সালে লুই ভিতোর সংখ্যাগরিষ্ঠ অংশীদার হন আর্নল্ট। বুলগারি, টিফানি, সেফোরা, টিএজি হিউয়ার, দো পেরিনো শ্যাম্পেনের মতো প্রতিষ্ঠানের কর্ণধারও তিনি। ক্রিশ্চিয়ান ডিওরের মালিক আর্নল্টের বড় কন্যা ডেলফিন। বাকি সম্পত্তি চার ছেলের মধ্যে ভাগ করা হয়েছে। তবে তার আসল উত্তরসূরি কে, তা জানা যায়নি।

পাঁচ পুত্র-কন্যার সঙ্গে মাসে এক বারের বেশি দেখা করার ফুরসত পান না বিশ্বের শীর্ষ ধনী আর্নল্ট। ওই এক দিনই মধ্যাহ্নভোজের টেবিলেই দেখা হয় তাদের। খাবার টেবিলে বসেই পাঁচ পুত্র-কন্যার প্রতিনিয়ত পরীক্ষা নেন। পরীক্ষার মাধ্যমে বুঝতে চেষ্টা করেন, কার হাতে তুলে দেবেন তার সাম্রাজ্য।

ওয়াল স্ট্রিট জার্নাল আর্নল্টের এই অদ্ভুত পরীক্ষা পদ্ধতির কথা তুলেছে ধরেছে। তারা জানিয়েছে, প্রায় ৯০ মিনিট ধরে বন্ধ ঘরে চলে সেই ভোজ। খাবার টেবিলেই নানা রকম আলোচনা হয়। ভোজের শুরুতেই নিজের আইপ্যাড থেকে ফরাসি শিল্পপতি পড়ে শোনান, সে দিন কী নিয়ে চলবে আলোচনা। পাশাপাশি, কখনো ব্যবসা নিয়ে ৭৪ বছরের বাবার পরামর্শ নেন পাঁচ জন। কখনও আবার উল্টোটা করেন বাবা।

সংবাদ মাধ্যমের দাবি, ওই মধ্যাহ্নভোজের টেবিলেই আর্নল্ট ‘অডিশন’ নেন পুত্র-কন্যাদের। কে হবেন তার উত্তরসূরি, বোঝার চেষ্টা করেন। প্রায় ১০ বছর ধরে এই পরীক্ষা পদ্ধতি চালিয়ে যাচ্ছেন আর্নল্ট। এর মাধ্যমে সন্তানদের প্রস্তুতও করছেন তিনি। তবে কাকে উত্তরসূরি বানাবেন তা গোপনেই রেখেছেন আর্নল্ট।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..