1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

আয়ারল্যান্ড সিরিজে ভালো খেলার প্রত্যাশা মিরাজের

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৮১ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : ইংলিশ কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে সিলেটের মাটিতে সংক্ষিপ্ত অনুশীলন ক্যাম্পটি দারুণ সহায়ক হবে মনে করছেন বাংলাদেশ অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

সদ্যই ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। তবে ইংল্যান্ডের কন্ডিশন কঠিন হবে বলে মনে করছে টাইগাররা।

এই সিরিজটি আয়ারল্যান্ডের জন্য বেশি গুরুত্বপূর্ণ। কারণ ভারতের মাটিতে আগামী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে হবে আইরিশদের। এ জন্য স্বাভাবিকভাবেই বাংলাদেশের জন্য সুবিধাজনক হবে এমন কন্ডিশন চাইবে না আয়ারল্যান্ড।

মে মাসে আয়ারল্যান্ডে বৃষ্টির সম্ভাবনা থাকায় ইংল্যান্ডের কাউন্টি এসেক্স গ্রাউন্ড চেমসফোর্ডে সিরিজটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ দলের সঙ্গে ইংল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার আগে মিরাজ বলেন, ‘কিছু ওয়ানডে সিরিজ জয়ের পর আমরা ভালো ছন্দে আছি। অনেক দিন পর ইংল্যান্ড যাচ্ছি। যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটা গুরুত্বপূর্ণ।’

দুই গ্রুপে ভাগ হয়ে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। লন্ডনের উদ্দেশ্যে প্রথমভাগে দলের কিছু খেলোয়াড় গতকাল রাত ১টা ৪০ মিনিটে প্রথম ফ্লাইটে এবং দ্বিতীয়ভাগে বাকি খেলোয়াড়রা আজ সকালে দেশ ছাড়ে।

মিরাজ আরও বলেন, ‘আসন্ন সিরিজের জন্য আমাদের প্রস্তুতির ধরনের প্রস্তুতির ধরনটা দুর্দান্ত ছিল। ইংলিশ উইকেট সম্পর্কে সিলেটের উইকেট আমাদের কিছুটা ধারণা দিয়েছে। সবাই খুব ভালো ছন্দে রয়েছে। হাতে সময় নিয়ে আমরা ইংল্যান্ড যাচ্ছি। যাতে আমরা সেখানে আরও প্রস্তুতি নিতে পারি।’

পারিবারিক জরুরি প্রয়োজেন আইপিএলের মাঝপথেই দেশে ফিরেন লিটন দাস। আশা করা হচ্ছে, ২ মে দলে যোগ দিবেন তিনি। ইংল্যান্ডে দলের সাথে যোগ দিতে একই দিন মুস্তাফিজুর রহমানও দিল্লি ক্যাপিটালস ক্যাম্প ছাড়বে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে সাকিব ৫ মে দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। ৯ মে থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। পরের দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে- ১২ ও ১৪ মে।

বাংলাদেশ দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..