1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বার্সাকে ‘বি’ গ্রেড দিলেন জাভি

  • আপডেট টাইম : শনিবার, ২০ মে, ২০২৩
  • ৭৬ বার পঠিত

ডেস্ক রিপোট:লা লিগার এবারের মৌসুমে বেশ ভালো খেলেই শিরোপা নিজেদের করে নিয়েছে বার্সেলোনা। টানা তিন মৌসুম শিরোপার স্বাদ না পাওয়া ক্লাবটি কিংবদন্তি ফুটবলার আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির বিদায়ের পর যেন আরো ধুঁকতে থাকে। সেই সাথে লিগের আর্থিক নীতির মারপ্যাচও ছিলো। এমন অবস্থায় কোচের দায়িত্ব নিয়ে দেড় বছরের মাথায় দলকে শিরোপা জেতান সাবেক কাতালান ফুটবলার জাভি।

চলতি মৌসুমে লা লিগায় বার্সেলোনার পারফরম্যান্স ছিলো চোখে পড়ার মত। ইতোমধ্যেই ৩৪ ম্যাচে ২৭ জয় নিয়ে শিরোপাজয়ী হয়েছে তারা, হেরেছে মাত্র ৩ ম্যাচ। তবে শিরোপা জিতলেও দলের উপর পুরোপুরি সন্তুষ্ট নন কোচ জাভি। তিনি বলেন, ‘এই মৌসুমের পারফরম্যান্স ও সাফল্যের বিচারে আমি দলকে ‘বি’ দেব। আমরা ইউরোপে প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি এবং কোপা দেল রের সেমিফাইনালের ফিরতি লেগেও ভালো করতে পারিনি।’

চ্যাম্পিয়ন্স লিগে এবার গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় বার্সেলোনা। কোপা দেল রের সেমিফাইনালে প্রথম লেগে রিয়ালের বিপক্ষে জিতলেও ফিরতি লেগে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় কাতালানরা।

চ্যাম্পিয়ন্স লিগে এবার ভালো করতে না পারলেও আগামী মৌসুমের লক্ষ্য ঠিক করেছেন জাভি। তিনি বলেন, ‘আমরা চ্যাম্পিয়ন্স লিগে ভালো করতে চাই, এটাই আমাদের মূল লক্ষ্য।’

২০২১ সালে ছন্নছাড়া অবস্থায় দলের হাল ধরেছিলেন জাভি। সে সময়ে লা লিগায় শীর্ষ চারের বাইরে থাকা দলকে টেনে তোলেন তিনি, আর দেড় বছরের মাথায় দিলেন লা লিগা শিরোপা উপহার। জাভির মাধ্যমেই হয়তো চ্যাম্পিয়নস লিগ শিরোপাও জয় করবে বার্সেলোনা!

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..