1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

পাকিস্তানে ভয়াবহ বৃষ্টিতে দুই সপ্তাহে ৫০ জনের মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ৮১ বার পঠিত

অনলাইন ডেস্ক: পাকিস্তানে ভারী বৃষ্টিপাতের কারণে গত দুই সপ্তাহে আট শিশুসহ ৫০ জনের মৃত্যু হয়েছে। গত ২৫ জুন থেকে দেশটির বিভিন্ন স্থানে ভয়াবহ বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় এসব মানুষের মৃত্যু হয়। খবর আল জাজিরা পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায়। এতে আরও বলা হয়, ভয়াবহ বৃষ্টিপাতে এ সময়ে ৮৭ জন আহত হয়েছে।

নিহতদের মধ্যে অধিকাংশই পাঞ্জাব প্রদেশের। সরকারি তথ্যানুযায়ী নিহতদের মধ্যে অধিকাংশের বিদ্যুৎস্পৃষ্টে এবং ভবন ধসে মারা গেছেন। তবে এপি নিউজ বলছে, মৃত্যুর সংখ্যা নিয়ে স্থানীয় প্রশাসন লুকোচুরি করছে। প্রকৃত সংখ্যা ৫৫ এর বেশি। ভয়াবহ বৃষ্টিপাতে পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশে খাইবার পাকতুনখায় আট জন শিশুর মৃত্যু হয়েছে। যাদের বয়স ১২ থেকে ১৫ বছর। এ রাজ্যের সাংলা জেলায় বৃহস্পতিবার ভূমিধ্বস হয়েছে। উদ্ধারকারী দলের মুখপাত্র বিলাল আহমেদ ফায়জি এ তথ্য জানান।

উদ্ধারকর্মীরা আর কোনো শিশু মাটির নিচে চাপা পড়েছে কিনা তার সন্ধান করছেন। জেলা জরুরি বিভাগের অফিসার সানাউল্লাহ খান বলেন, স্থানীয়রা একটি ক্রিকেট পিচ বানানোর জন্য মাটি স্তূপ করে। অতিরিক্ত বৃষ্টিতে এই স্তূপ ধসে পড়লে এতে ১৫ জন চাপা পড়ে। তাদেরকে ঘণ্টা ব্যাপী অভিযান চালিয়ে পাকিস্তান সেনাবাহিনী উদ্ধার করে।লাহোর, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর। বুধবার এখানে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়। এতে ৩৫ শতাংশ আবাসিক এলাকা তলিয়ে গেছে এবং বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছেন এখানকার বাসিন্দারা।কর্তৃপক্ষ জানায়, বুধবারের বৃষ্টিপাতে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টি আরও বাড়তে পারে। এর ফলে পাঞ্জাব প্রদেশের নদ নদীর পানি বৃদ্ধি পাবে।
গত বছর পাকিস্তানে ভয়াবহ বন্যায় ১৭০০ মানুষের মৃত্যু হয়েছে। মূলত জলবায়ু পরিবর্তনের ফলে দেশটিতে ব্যাপক প্রভাব পড়েছে। গত বছরের বন্যায় দেশটিতে ৩০ বিলিয়ন ডলারের ক্ষতি হয়।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..