মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৯:৪৮ অপরাহ্ন
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রাখি। তিনি যে কখন কী করেন তা বোঝা দায়। এই তাকে দেখা যায় স্বামীভক্ত নারী রূপে। আবার তাকে নিয়েই তোলেন নানা অভিযোগ। এমনকি ধর্ম নিয়েও প্রায়ই অদ্ভুত সব কীর্তি করেন রাখি।
আদিল খান দুরানিকে বিয়ে করে ইসলাম গ্রহণ করেন এই অভিনেত্রী। যদিও তখন জানান স্বেচ্ছায় অন্য ধর্ম গ্রহণ করেছেন তিনি। তবে কদিন পরেই আদিলের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতেই অভিযোগ আনেন, তাকে নাকি জোর করা হয়েছে ইসলাম কবুল করার জন্য। আবার এরপরই উমরাহ করতে মক্কা-মদিনা পাড়ি দেন তিনি।
এখানেই শেষ নয়। উমরাহ থেকে ফিরে এসেই জানান, রাখি নামে সাড়া দেবেন না। তাকে যেন ফাতিমা নামে ডাকা হয়। পুরুষরা যেন তাকে না ছোঁন সেই সতর্কবার্তাও দেন। রাখির এমন অদ্ভুত সব আচরণে ক্ষুব্ধ অভিনেত্রী গওহর খান। তার মতে, এসব করে ইসলামকে অপমান করছেন রাখি।
গত বছর সপরিবারে উমরাহ সেরে এসেছেন গওহর। নিজের ইনস্টাগ্রামে কিছু দুঃস্থ শিশুর উমরাহ করতে যাওয়ার ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘কিছু বোকা মানুষ ইসলামকে ছেলেখেলা পেয়েছে। পবিত্র একটা তীর্থস্থানকে রীতিমতো হাস্যকর চটুল কনটেন্টে পরিণত করেছে।’
তিনি আরও লেখেন, ‘আমি ভাবি, এই প্রচারখেকো মানুষগুলো কীভাবে সেখানে যাওয়ার অনুমতি পায়! এক মুহূর্তে এরা বলে আমি ইসলাম গ্রহণ করেছি, পরমুহূর্তে বলছে আমাকে জোর করা হয়েছে। যত্ত সব!’
যদিও গওহর সেই পোস্টের কোথাও রাখির নাম উল্লেখ করেননি। তবে তিনি কাকে ইঙ্গিত করেছেন তা সহজেই বোঝা যাচ্ছে।
পাশাপাশি এই ধরনের প্রচার সর্বস্ব কাজের কড়া পদক্ষেপ দাবি করেন গওহর। তিনি লেখেন, ‘আমি চাই ভারতে কিংবা সৌদি আরবে ইসলামিক বোর্ড এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করুক। যাতে পবিত্র স্থানকে কেউ এভাবে কলুষিত না করতে পারে। আর হ্যাঁ, অদ্ভুত ধরনের বোরখা পরলেই মুসলিম হওয়া যায় না! আল্লাহর প্রতি ভালোবাসাই সত্যিকারের মুসলিম ও ভালো মানুষ হতে সাহায্য করে।’