মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ০৩:০৯ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ::মেসিবিহীন ম্যাচে আবারও হেরেছে ইন্টার মায়ামি। হিউস্টিন ডায়নামোর কাছে ২-১ গোলে হেরে ইউএস ওপেন কাপের শিরোপা হাতছাড়া করল জেরার্ড মার্টিনোর শিষ্যদের।
খেলাটা নিজ ঘরের মাঠে হলেও শুরু থেকে আক্রমণে পিছিয়ে থাকে মায়ামি। ফ্লোরিডার দলটির এলোমেলো খেলার সুযোগ নিয়ে প্রথমার্ধেই দুই গোলে এগিয়ে যায় হিউস্টন।
২৪ মিনিটের এগিয়ে যাওয়ার পর ৩৩ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান ফরাসি ফরোয়ার্ড আমিন বাসি।
দ্বিতীয়ার্ধে খেলার ধার কিছুটা বাড়ে ইন্টার মায়ামির। তবে কাঙ্খিত গোল কোনোভাবেই পাচ্ছিলো না দলটি। অবশেষে যোগকরা সময়ে একটি গোল পায় মায়ামি। এতে হারের ব্যবধানটাই শুধু কমে।