1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

টেস্ট সিরিজ হারের পর যা বললেন শান্ত

  • আপডেট টাইম : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১৫৬ বার পঠিত

ডেস্ক রিপোর্ট ::শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজের প্রথমটিতেই বাজেভাবে হেরেছে বাংলাদেশ। সিলেটে ৩২৮ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজে পিছিয়ে পড়ে টাইগাররা। এরপর দ্বিতীয় টেস্টে চট্টগ্রামে মাঠে নামে ঘুরে দাড়ানোর লক্ষ্য নিয়ে। তবে ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেনি বাংলাদেশ।

সিলেট টেস্টের মতই চট্টগ্রামেও নাজমুল শান্তর দল হেরেছে বড় ব্যবধানেই। প্রথম টেস্টে ব্যাট হাতে ব্যর্থ টাইগাররা দ্বিতীয়টিতেও ব্যাটিং বিভাগে চড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছে। লঙ্কানরা যেখানে গড়েছে ৫৩১ রানের বিশাল সংগ্রহ সেখানে স্বাগতিকরা প্রথম ইনিংসে অলআউট হয়েছে মাত্র ১৭৮ রানে।

এরপর লঙ্কানদের দেয়া ৫৫১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেও জয়-জাকির-শান্ত-লিটনদের কেউই ব্যাট হাতে দলের হাল ধরতে পারেননি। ফলে ৩১৮ রানে অল আউট হলে ১৯২ রানের বিশাল জয় পায় শ্রীলঙ্কা।

এদিকে লঙ্কানদের কাছে বিশাল ব্যবধানে হারের পর আজ ম্যাচ শেষে টাইগারদের অধিনায়ক শান্ত বলেছেন, উইকেটে সেট হয়েও টাইগার ব্যাটারদের ব্যাট হাতে বড় রান না করতে পারাই ব্যর্থতার কারণ। একই সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটেও মনোযোগী হতে বলেছেন তিনি।

ম্যাচ শেষে আজ শান্ত বলেন, আমাদের ব্যাটিংয়ে তাকালে দেখবেন, সবাই সেট হয়েছে ঠিকই কিন্তু বড় রান করতে পারেনি। এটা নিয়ে ভাবতে হবে। উইকেটে সেট হয়ে গেলে বড় রান করতে হবে। আমাদের বেশি করে প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে হবে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..