মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১১:১৯ অপরাহ্ন
স্টাফ রিপোটার: মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহমদ উদ্দিনকে আটক করার সময় পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়েছে দলের নেতা-কর্মীরা।
এঘটনার পর আজ সোমবার সকালে অভিযান চালিয়ে ৪জনকে আটক করেছে মৌলভীবাজার মডেল থানা-পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যার দিকে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের কাটারাই বাজারে অভিযান চালিয়ে আহমদ উদ্দিনকে আটক করেন শেরপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। খবর পেয়ে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা ঘটনাস্থলে যান। পরে তাঁকে থানায় নিতে মোটরসাইকেলে তুলতে চাইলে উপস্থিত নেতা-কর্মীরা পুলিশকে বাধা দেন। একপর্যায়ে তাঁরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে আহমদকে ছিনিয়ে নিয়ে যান।
এদিকে ঘটনার পর সোমবার সকালে কাটারাই গ্রামে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ। তাঁরা হলেন সুমন,পলাশ,শাহাব আলী ও ছায়েদ।
শেরপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সিপু দাস বলেন, আহমদ উদ্দিনকে আটক করে নিয়ে আসতে আমরা অনেক চেষ্টা করেছি। কিন্তু তাঁর লোকজন বেশি থাকায় সম্ভব হয়নি। পরে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত চারজনকে আটক করা হয়েছে।
এবিষয়ে মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব বলেন, ‘আটক ৪জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ছিনিয়ে নেওয়া আওয়ামী লীগ নেতাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।