মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন
সৈয়দ মনিরুজ্জামান মনির: মৌলভীবাজার জেলার একমাত্র নিয়মিত দৈনিক মৌমাছি কন্ঠের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত।
আজ সোমবার মৌলভীবাজার এম সাইঠুর রহমান সড়কের কায়রান হোটেলে এন্ড রেস্টুরেন্টে দৈনিক মৌমাছি কন্ঠ এর উদ্যোগে দৈনিক মৌমাছি কন্ঠ পরিবার ও জেলায় অবস্থানরত ইলেকট্রনিক,প্রিন্ট,অনলাইন মিডিয়ার সাংবাদিকদের নিয়ে উক্ত ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ এর সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক মশাহিদ আহমদ এর সঞ্চালনায় উক্ত ইফতারে উপস্থিত ছিলেন দৈনিক মৌমাছি কন্ঠের পরিচালক বোর্ডের সদস্য ইউকে প্রবাসী এ. কে.কাইয়্যুম তালুকদার, জেলা জামাতের সহকারী সেক্রেটারি শাহ আলাউদ্দিন।
এসময় পত্রিকার ডাইরেক্টর এ. কে.কাইয়্যুম তালুকদার লন্ডনে বিদায় ও বিশেষ প্রতিবেদক তানভির আঞ্জুম আরিফ দেশে আগমনে শুভেচ্ছা স্মারক দেয়া হয়।
অথিতির বক্তব্যে এ. কে.কাইয়্যুম তালুকদার বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, গত জুলাই বিপ্লবে সাংবাদিকদের ভুমিকা ছিলো সম্মুখ যোদ্ধার মত। তিনি বলেন, সাংবাদিকরা তুলে ধরবেন, সাংবাদিক ভুল করলে সাংবাদিকের বিপক্ষেও লিখবেন। তিনি সাংবাদিকদের দেশ গড়ায় ভুমিকা রাখার আহ্বান জানান
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন, জেড নিউজ এর ভারপ্রাপ্ত সম্পাদক শাহ মাছুম ফারুকী, মো: মছব্বির আলী
সভাপতি, কুলাউড়া উপজেলা প্রেসক্লাব,এম এ ওয়াহিদ রুলু, সৈয়দ মনিরুজ্জামান মনির, চিনু রঞ্জন তালুকদার,ওমর ফারুক নাঈম,লন্ডন প্রবাসী তানভীর আঞ্জুম আরিফ,মঞ্জু বিজয় চৌধুরী,সাংবাদিক রিপন আহমদ,পায়েল, বিকাশ সহ দৈনিক মৌমাছি কন্ঠের প্রতিনিধি বৃন্দরা।