1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৩:৪৪ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কুলাউড়ায় এক গৃহিনী ২২ দিন ধরে নিখোঁজ

  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ৫১৭ বার পঠিত

জয়নাল আবেদীন: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় এক গৃহিনী ২২ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় স্বামী অনু মিয়া কুলাউড়া থানায় সাধারণ ডায়েরী করেছেন। হাজীপুর ইউনিয়নের হাসিমপুর গ্রামের অনু মিয়ার স্ত্রী রুশনা বেগম (৩৫)। স্বামী বাংলাদেশ রেলওয়ে কর্মচারী।

রেলওয়ে কর্মচারী অনু মিয়া জানান, প্রায় ২০ বছর পূর্বে রুশনা বেগমের সাথে ইসলামী শরীয়াহ মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হই। কিছুদিন দাম্পত্য জীবন ভালো কাটলেও চাকুরীর সুবাদে বাহিরে থাকায় স্ত্রীর ঋণসহ নানা বিষয়ে পারিবারিক কলহ দেখা দেয়। এসব বিষয়ে স্ত্রীর অত্যাচারের স্বীকার হতে হচ্ছে অনেক সময়। এক পর্যায়ে গত এপ্রিল মাসে আমার স্ত্রী রুশনা বেগম আত্মহত্যা করে আমাকে ফাঁসানোরও হুমকি দেয়। এবিষয়ে আমি কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করি।

এরপর গত ২৩ জুন বেলা সাড়ে ১২ ঘটিকায় কাউকে কিছু না বলে বাড়ি হতে বের হয়ে যায়। আমাদের তিন কন্যা থাকলেও তাদেরও কিছু জানায়নি। নিখোঁজের বিষয়ে সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও তাকে পাওয়া যাচ্ছে না। এঘটনায় অনু মিয়া কুলাউড়া থানায় সাধারণ ডায়েরী করেছেন। এব্যাপারে কুলাউড়া থানার ওসি বিনয় ভুষণ রায় সত্যতা স্বীকার করে বলেন, সম্ভবত ওই নারী আত্মগোপন করে রয়েছে। তবে তাকে উদ্ধারের জন্য জোর চেষ্টা অব্যাহত আছে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..