শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক :: পদত্যাগ করেছেন ব্রিটিশ পরিবহণ মন্ত্রী লুইস হাই।
শুক্রবার (২৯ নভেম্বর) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
২০১৩ সালে হারানো নিজের ছিনতাই হওয়া একটি মোবাইল ফোনকে কেন্দ্র করে লুইস হাই পদত্যাগ করলেন বলে জানানো হয়েছে প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়, লুইস হাইয়ের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তার ছিনতাই হওয়া মোবাইল সম্পর্কে তিনি পুলিশের কাছে ভুল তথ্য দিয়েছিলেন। ২০১৩ সালে তার মোবাইলটি ছিনতাই হওয়ার পর পুলিশকে তিনি জানান, তার ফোনটি চুরি হয়ে গেছে। এক বছর পর ফেনটি ফেরত পেলেও বিষয়টি পুলিশের কাছে গোপন করেন লুইন হাই। পরে এ বিষয়ে আদালতেও হাজির হতে হয়েছিল তাকে।
তবে নিজের ভুল স্বীকার করে এমন পরিস্থিতিতে পদে বহাল থাকা সরকারি কাজে বিচ্যুতি ঘটাতে পারে বলে মনে করেন মন্ত্রিত্ব ছাড়লেন ব্রিটিশ এই মন্ত্রী।
উল্লেখ্য, এ বছরের জুলাইতে দেশটির সাধারণ নির্বাচনে জয় পেয়ে যুক্তরাজ্যের ক্ষমতায় আসে লুইস হাইয়ের দল লেবার পার্টি। ক্ষমতাগ্রহণের পর এবারই প্রথম প্রধানমন্ত্রীর দপ্তরে কোনো পদত্যাগ পত্র জমা পড়লো।