শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় ৩৩তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। ৩ ডিসেম্বর কারিতাস বাংলাদেশ, সিলেট অঞ্চল এসডিডিবি প্রকল্প আয়োজিত অনুষ্ঠানে কুলাউড়ার লক্ষীপুর মিশনে বিভিন্ন পর্যায়ের প্রতিবন্ধীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিগণ অংশ নেন। শুরুতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এবারের প্রতিবন্ধী দিবসের প্রতিপাদ্য “ অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ” শীর্ষক আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মোঃ আব্দুল খালিক। কারিতাস কুলাউড়ার মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের এরিয়া ম্যানেজার চিন্ময় কুমার রায় এর সভাপতিত্বে ও কারিতাস সক্ষমতা প্রকল্পের কুলাউড়া উপজেলা মাঠ কর্মকর্তা ডনবস্কো খংস্থিয়া এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিস্টার মেরী মিতালী (এসএমআরএ), প্রেসক্লাব কুলাউড়ার সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন কবির, কর্মধা ইউনিয়ন পরিষদের সদস্য সাইদুল ইসলাম ও লছমী নারায়ণ অলমিক। মূল প্রতিপাদ্য পাঠ করেন কর্মধা ইউনিয়ন নারী প্রতিবন্ধী ফোরামের সভানেত্রী বৃষ্টি কৈরি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন তুতিউর রহমান, গীতা পাঠ করেন বিধু দেব, বাইবেল পাঠ করেন কলি কর্মকার। অনুষ্ঠানে ১০জন প্রতিবন্ধীকে শিক্ষা উপকরণ ও টিউশন ফি প্রদান করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিবন্ধীদের শুধু প্রতিবন্ধী ভাবলেই চলবে না। তাদের মধ্যে কোনো না কোনো বিশেষ গুণ থাকে। অবহেলা নয়, তাদের সমাজের মূল ধারার সাথে সম্পৃক্ত করতে হবে। ভালোবাসা ও মানবিক আচরণের মাধ্যমে তাদের পাশে দাড়িয়ে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় আমাদের এগিয়ে আসতে হবে।