1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বড়দিনে ঝড় তুললেন ‘অর্ধনগ্ন’ রোনালদো

  • আপডেট টাইম : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১১৫ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : বড়দিনের ছুটিতে সৌদি আরব ছেড়ে সপরিবারে বরফের দেশ ফিনল্যান্ডে ঘুরতে গেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদির তীব্র গরম থেকে ভয়ানক ঠাণ্ডা পরিবেশে গিয়েও চুপ করে বসে নেই পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
মেতে আছেন আইস স্কেটিং, আইস বাথ সহ নানান আনন্দযজ্ঞে। সেসব মুহূর্তের ছবি নিয়মিত সামাজিক যোগাযোগের মাধ্যমের পোস্ট করছেন তিনি।

রোনালদোর ছুটি কাটানোর একটি ছবি এরইমধ্যে বেশ সাড়া ফেলেছে। যেখানে নিজের সুঠাম ও পেটানো শরীর প্রদর্শন করেছেন পর্তুগিজ উইঙ্গার। যদিও তার এমন ছবি আগেও দেখা গেছে। তবে এবারেরটি ব্যতিক্রম। কারণ ফিনল্যান্ডের বরফ-ঢাকা ল্যাপল্যান্ডের পুলের সামনে দাঁড়িয়ে ছবির জন্য পোজ দিয়েছেন তিনি।

ল্যাপল্যান্ডের তাপমাত্রা এখন মাইনাস ১০ থেকে মাইনাস ৩০ ড্রিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এমন মারাত্মক শীতল আবহাওয়ার মধ্যে শার্ট ছাড়া রোনালদোর শরীর প্রদর্শন ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। তার পেশীবহুল শরীর অবশ্য ভক্তদের কাছে পরিচিতই। বরফের উপর দাঁড়িয়ে তোলা ছবি সামাজিক যোগযোগের মাধ্যমে পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘সবাইকে শুভ বড়দিন। ‘

রোনালদো আরও কয়েকদিন নিশ্চিন্তে পরিবার নিয়ে ঘুরতে পারবেন। কারণ আল নাসরের মৌসুম ফের শুরু হবে ৯ জানুয়ারি থেকে। এ বছরটা মাঠে দারুণ কেটেছে রোনালদোর। ফলে এই ছুটি তার প্রাপ্যও বটে। ২০২৪ সালে সবমিলিয়ে ৫১ ম্যাচ খেলে ৪৩ গোল করেছেন তিনি। সতীর্থদের দিয়ে করিয়েছেন ৮ গোল। এ বছর পেশাদার ক্যারিয়ারে ৯০০তম গোলের মাইলফলকও ছুঁয়েছেন তিনি। তবে দলীয় সাফল্য ধরা দেয়নি তাকে। তার দেশ পর্তুগাল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। আর তার ক্লাব আল নাসর প্রো লিগে দ্বিতীয় স্থানে থেকে বছর শেষ করেছে এবং হেরে গেছে সৌদি সুপার কাপের ফাইনালে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..