1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

হেনরি-ইয়াংয়ে জয়ে শুরু নিউজিল্যান্ডের

  • আপডেট টাইম : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৮৪ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে চমক দেখালেও প্রথম ওয়ানডেতে পাত্তাই পেল না শ্রীলঙ্কা। শুরুতে তাদের ওপর ছড়ি ঘোরান ম্যাট হেনরি।
এরপর ব্যাট হাতে উইল ইয়াংয়ের দাপুটে ইনিংসে ৯ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে নিউজিল্যান্ড।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। কিউই পেসারদের তোপে ওপেনার আভিষ্কা ফার্নান্দো (৫৬) ছাড়া আর কোনো ব্যাটারই ফিফটির দেখা পাননি। যার ফলে ১৭৮ রানেই গুটিয়ে যায় সফরকারীরা। দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ রান আসে জানিথ লিয়ানাগের ব্যাট থেকে।

নিউজিল্যান্ডের হয়ে ১০ ওভারে কেবল ১৯ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরা হন হেনরি। এছাড়া জ্যাকব ডাফি ও ন্যাথান স্মিথ নেন দুটি করে উইকেট।

জবাব দিতে নেমে উদ্বোধনী জুটি থেকেই ৯৩ রান পায় নিউজিল্যান্ড। ৩৬ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৫ রান করা রাচিন রবীন্দ্রকে ফিরিয়ে এই জুটি ভাঙেন চামিদু বিক্রমাসিংহে। পরে অবশ্য মার্ক চ্যাপম্যানকে (২৯) সঙ্গে নিয়ে ১৪২ বল হাতে রেখে জয় নিশ্চিত করেন ইয়াং। ৮৬ বলে ১২ চারে ৯০ রানে অপরাজিত থাকেন ডানহাতি এই ওপেনার।

এদিকে হ্যামিল্টনে আগামী বুধবার দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..