শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : বিপিএলের প্রথম তিন ম্যাচই হেরেছে ঢাকা ক্যাপিটালস। ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজিটি মাঠের বাইরে বেশ জাঁকজমকপূর্ণ আয়োজন করলেও মাঠের ক্রিকেটে হতাশই করেছে । টুর্নামেন্ট শুরুর আগেই অবশ্য দলটির হেড কোচ খালেদ মাহমুদ সুজন জানান, একজন মিডল অর্ডার ব্যাটারদের ঘাটতি আছে তাদের। তবে এবার তারা নিয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে। আসিফ হাসানের বদলি হিসেবে ঢাকা স্কোয়াডে নিয়েছে তাকে। সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি আশা প্রকাশ করেছে, টুর্নামেন্টে ভালো কিছু করবেন মোসাদ্দেক। এবারের নিলামে অবিক্রিত ছিলেন মোসাদ্দেক। এনসিএলের কোয়ালিফায়ার ম্যাচে ১৩ রানে ৩ উইকেট নিয়ে ঢাকা মেট্রোকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ অবদান ছিল তার। সবমিলিয়ে টি-টোয়েন্টিতে ১৫৩ ম্যাচ খেলে ২১০৮ রান ও ৬৪ উইকেট নিয়েছেন মোসাদ্দেক।