শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন
এহসান বিন মুজাহির : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ফসলি জমি থেকে মাটি কাটার অপরাধে এক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসলাম উদ্দিনের নেতৃত্বে শ্রীমঙ্গল সিন্দুরখান ইউনিয়নে অভিযান পরিচালিত হয়। ৪ নং সিন্দুরখান ইউনিয়নের সাইটুলা গ্রামে ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে জরিমানা করা হয়। এসময় সড়কের সাথে সৃষ্ট রাস্তা এলাকার মেম্বারসহ সকলের উপস্থিতিতে বাঁশ দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাসসহ শ্রীমঙ্গল থানার পুলিশ সদস্যরা। উপজেলা নির্বাহী অফিসার ইসলাম উদ্দিন জানান, ফসলি জমি থেকে মাটি কাটার বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। আজ শনিবার সিন্দুরখান ইউনিয়নে অবৈধ মাটি কাটার দায়ে ৮০ হাজার টাকা এবং গত বুধবার সদর ইউনিয়নে ১ লাখ টাকা অর্থদন্ড করা হয়। কৃষি জমি থেকে মাটি কাটার মতো কার্যক্রম বন্ধে আমি শ্রীমঙ্গল উপজেলার সদর, আশিদ্রোন ও সিন্দুরখান ইউনিয়নের সচিবকে নির্দেশ দিয়েছি এই তিন ইউনিয়নের প্রতি স্পটে ডাইভেশন (ব্লক) দিতে, যাতে করে মাটির গাড়ি প্রবেশ করতে না পারে। ইতোমধ্যে সাইটুলা এলাকার মানুষেরা স্বেচ্ছাশ্রমে বাশ দিয়ে বেড়া (ডাইভেশন) নির্মাণে এগিয়ে এসেছেন। কৃষি জমি থেকে মাটি কাট বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন অঞ্চলে অবৈধ মাটি কাটা ও বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যক্রম এলাকাবাসীর মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে। অভিযানের সময় বিভিন্ন এলাকার কৃষি জমি রক্ষায় প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা জানান, দীর্ঘদিন ধরে মাটি কাটার কারণে কৃষি জমি এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। মাটি কাটার মতো অপরাধ বন্ধে স্থানীয় জনগণকে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।