1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

শাকিব খানের পরিশ্রম অনুপ্রেরণা দিয়েছে: প্রভা

  • আপডেট টাইম : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৫ বার পঠিত

বিনোদন ডেস্ক :: ‘‘আমি শাকিব খানের সঙ্গে একটা ফটোশুট করেছিলাম। উনি এত গুড লুকিং সামনাসামনি দেখতে! আমি তাকে বলেছিলাম ‘আপনি অনেক সুন্দর।
’’-কথাগুলো বলেছেন আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।

সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছেন প্রভা। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। এই আয়োজনের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হন এই অভিনেত্রী। সেখানে তিনি ঢালিউড সুপারস্টারকে নিয়ে কথা বলেন।

শাকিব খানের কাজ সেভাবে না দেখলেও সম্প্রতি পরপর তিনটি সিনেমা দেখেছেন প্রভা। বিষয়টি জানিয়ে তিনি বলেন, সম্প্রতি পরপর তিনবার তার সিনেমা দেখেছি। এরপর আমি উনার ভক্ত হয়ে গেছি। কারণ তার পরিশ্রমটা আমাকে অনুপ্রেরণা দিয়েছে। তুফান অবশ্যই, রাজকুমার দেখে মনে হয়েছে প্রচুর পরিশ্রম করেছে।

দীর্ঘদিন ধরেই ছোট পর্দায় অভিনয় করছেন প্রভা। তার সমসাময়িক অনেকেই সিনেমায় কাজ করেছেন। এতদিনেও বড় পর্দায় কাজ না করার কারণ জানিয়ে এই অভিনেত্রী বলেন, সত্যি কথা বলতে আমার মনে হয়- সিনেমায় আমার ভাগ্য সহায় হয় না। যখন ব্যাটে-বলে মিলে যায় তারপর কেন জানি কাজটা আর হয় না। এভাবেই আমার পুরো জীবনটা গেছে। এখন আর তাই বলি না সিনেমা করব, যদি করি তখন তখন বলব।

অভিনয়ের পাশাপাশি মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন প্রভা। যুক্তরাষ্ট্রে গিয়ে ‘দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়ে কাজও করছেন তিনি। তবে অভিনয়কে জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চান তিনি।

প্রভা বলেন, আমার ফার্স্ট ভালোবাসা অবশ্যই অভিনয়। যে কোনও ক্রিয়েটিভ কিছু আমার পছন্দ। আমি মেকআপ আর্টিস্ট এই মুহূর্তে। যে কোন মানুষকে দেখলে কথা বলার সময় তার স্ক্রিন দেখতে থাকি, কেমন। তার কোন সেডটা ভালো সেটা সারাক্ষণ মাথার মধ্যে ঘুরে।

পর্দায় তারকাদের ঝলমলে জীবন উঠে আসলেও, ক্যামেরার পেছনে কষ্ট কম নয়। বিষয়টি তুলে ধরে প্রভা বলেন, আমি আমাদের কাজটাকে বলি, ‘নাইন টু ফরএভার জব’। কারণ নয়টার সময় শুটিংয়ে গেলে কখন বাসায় আসবেন তার গ্যারান্টি নাই। যারা বাইরে থেকে দেখে তারা ভাবে- এটা বিলাসবহুল জীবন! কোন কষ্ট নাই, শুধু মেকআপ দাও আর ক্যামেরার সামনে দাঁড়িয়ে কিছু একটা কার্যক্রম করো। কিন্তু এটা অনেক কষ্টের এবং ধৈর্যের একটা কাজ। যখনই কষ্টের মূল্যায়ন করা হয় তখন আর একটু অনুপ্রাণিত হওয়া যায়।

চলছে ভ্যালেন্টাইন উইক। এ কারণে ভালোবাসা নিয়েও কথা বলেন প্রভা। তার মতে ভালোবাসার সংজ্ঞা, যে মানুষটাকে আমি ভালোবাসবো তার প্রতি যথেষ্ট পরিমাণ সম্মান আর বিশ্বাস থাকবে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..