1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

৩ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

  • আপডেট টাইম : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার :: কনকনে শীত আর অনুজ্জ্বল সূর্যালোকের কুয়াশাঘেরা আকাশ এখনও ঘিরে রেখেছে চায়ের রাজধানী শ্রীমঙ্গলকে। কুয়াশা কেটে হালকা রোদ উঠে আবার মুহূর্তেই হারিয়ে যায়।
এমন চা-বাগান ঘেরা, রাবার বাগান ঘেরা প্রকৃতিতে পর পর ৩ দিন দেশের সর্বনিম্ন তাপমাত্রার পারদ বইছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। আর সিলেট শহরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া পর্যবেক্ষণাগার শ্রীমঙ্গল – এর আবহাওয়া পর্যবেক্ষক আনিসুর রহমান বলেন, আজ সোমবার আমরা শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন ১১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছি। এটিই আজকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। গত ৩ দিন ধরে দেশের সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে। গতকাল রোববার (৯ ফেব্রুয়ারি) এবং এর আগের দিন শনিবার (৮ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও বলেন, কুয়াশা কারণে সূর্যের তীব্রতার দেখা নেই। ফলে শীত কাটছে না, অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা আমেজ। বসন্ত ধীরে ধীরে প্রকৃতিতে আসার সাথে সাথেই তাপমাত্রা বাড়তে থাকবে বলে জানান তিনি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, আজ সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গল এবং ঈশ্বরদীতে রেকর্ড করা হয়েছে ১১ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। ১১ দশমিক ২ এবং ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস নিয়ে দেশের ‘দ্বিতীয়’ ও ‘তৃতীয়’ সর্বনিম্ন তাপমাত্রার স্থানে রয়েছে যথাক্রমে তেতুলিয়া ও রাজশাহী।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..