বুধবার, ১২ মার্চ ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার শহরের গীর্জাপাড়া এলাকায় অবৈধভাবে এক বাড়ি থেকে আরেক বাড়িতে পানির সংযোগ নিতে গিয়ে রাস্তার ওপর আড়াআড়িভাবে একটি পাইপ স্থাপন করা হয়েছিল। দূর থেকে এটি দেখতে একধরনের স্পিড ব্রেকারের মতো মনে হলেও কাছে গেলে বোঝা যেত, এটি আসলে পানির পাইপ। এই অস্বাভাবিক স্থাপনার কারণে পথচারী ও যানবাহন চালকদের জন্য চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার ওপর এভাবে পাইপ বসানোর ফলে অনেক মোটরসাইকেল, বাইসাইকেল আরোহী এবং পথচারী দুর্ঘটনার শিকার হয়েছেন। বিশেষ করে রাতে অপ্রস্তুত চালকরা হঠাৎ ব্রেক কষতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে আহত হয়েছেন। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ তৈরি হয় এবং তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব বুলবুল আহমদ বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন। তার নির্দেশে দ্রুত একটি টিম ঘটনাস্থলে গিয়ে পাইপটি অপসারণ করে, যাতে সাধারণ মানুষের চলাচলে আর কোনো বাধা না থাকে।
এই উদ্যোগে খুশি হয়েছেন এলাকাবাসী। তারা স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপের প্রশংসা করে বলেন, “দীর্ঘদিন ধরে এই সমস্যার কারণে আমরা ভোগান্তির শিকার হচ্ছিলাম। অবশেষে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপে এটি অপসারিত হয়েছে, এজন্য আমরা কৃতজ্ঞ।”
এ ধরনের অবৈধ স্থাপনা যেন ভবিষ্যতে আর না গড়ে ওঠে, সে বিষয়ে কঠোর নজরদারির আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা জানান, “যেকোনো ধরনের অবৈধ অবকাঠামো যদি জনসাধারণের চলাচলে সমস্যা সৃষ্টি করে, তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসী আশা করছেন, প্রশাসনের এমন উদ্যোগের ফলে ভবিষ্যতে এ ধরনের সমস্যা দ্রুত সমাধান হবে এবং শহরের রাস্তাগুলো নিরাপদ থাকবে। প্রশাসনও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছে, যেন তারা এ ধরনের সমস্যার সম্মুখীন হলে দ্রুত কর্তৃপক্ষকে অবহিত করেন।