1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ফাগুনের রঙে ভালোবাসার আবেশে মুক্তি পেল দুই সিনেমা

  • আপডেট টাইম : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪১ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : আজ পহেলা ফাগুন একসঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস। বিশেষ দিনটি উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দুই সিনেমা। এগুলো হচ্ছে- ‘জলে জ্বলে তারা’ ও ‘ময়না’।
‘জলে জ্বলে তারা’ নির্মিত হয়েছে সার্কাসকন্যা তারা ও হোসেন মাঝির গল্প নিয়ে। নদীর পাড়ে সার্কাস দলের হয়ে খেলা দেখায় তারা। একসময় তারার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে হোসেন মাঝির। শেষ পর্যন্ত কী হয় তাদের প্রেমের পরিণতি, তাই জানা যাবে সিনেমায়।
তারা ও হোসেন মাঝির চরিত্রে অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা ও এফ এস নাঈম। এ সিনেমা দিয়ে ১৫ বছর পর বড় পর্দায় ফিরছেন নাঈম। সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মোস্তাফিজ নূর ইমরান ও মনিরা মিঠু। সরকারি অনুদানের সিনেমাটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী।
এদিকে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ময়না’। সিনেমাটির চিত্রনাট্য তৈরি হয়েছে ময়না নামের এক নারীর সংগ্রামের কাহিনি নিয়ে। মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন মঞ্জুরুল ইসলাম মেঘ।
সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন রাজ রিপা। ময়না দিয়েই প্রথমবার নায়িকা হিসেবে বড় পর্দায় আসছেন রিপা। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আমান রেজা, কায়েস আরজু, আফফান মিতুল, আরেফিন জিলানী, সুব্রত, মোমেনা চৌধুরী ও নাদের চৌধুরী।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..