বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০১:১৮ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট : টাইব্রেকারে গোলপোস্টের নিচে দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন জিয়ানলুইজি দোন্নারুম্মা। তার বীরত্বে চ্যাম্পিয়নস লিগের শেষ আটের টিকিট পেয়েছে পিএসজি, আর স্বপ্নভঙ্গ হয়েছে লিভারপুলের।
অ্যানফিল্ডে শেষ ষোলোয়ের দ্বিতীয় লেগে নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিটের খেলা ১-১ সমতায় শেষ হয়। প্রথম লেগে ১-০ গোলে জয় পাওয়া লিভারপুল আজ পিছিয়ে পড়ে ১২তম মিনিটে উসমান দেম্বেলের গোলে। এরপর দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে খেললেও নির্ধারিত সময়ে আর বল জালের দেখা পায়নি কেউই।
টাইব্রেকারে দুর্দান্ত পারফরম্যান্স দেখান পিএসজি গোলরক্ষক দোন্নারুম্মা। লিভারপুলের দারউইন নুনিয়েজ ও কার্টিস জোনসের শট ঠেকিয়ে দেন তিনি, অন্যদিকে লিভারপুল গোলরক্ষক আলিসন বেকার পারেননি একটি শটও রুখতে। ভিতিনিয়া, গনসালো রামোস, দেম্বেলে ও দিসায়ার দুয়ে স্পট-কিক থেকে গোল করে ৪-১ ব্যবধানে পিএসজিকে তুলে দেন কোয়ার্টার ফাইনালে।
এই নিয়ে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে শেষ ছয় ম্যাচের মধ্যে তিনবার প্রথম লেগে হারলেও পরের রাউন্ডে উঠল পিএসজি। অন্যদিকে, ইউরোপিয়ান প্রতিযোগিতায় ইতিহাসে প্রথমবারের মতো প্রথম লেগে অ্যাওয়ে জিতেও ঘরের মাঠে হেরে বিদায় নিল লিভারপুল।
১ লাখ ধারণ ক্ষমতার নতুন স্টেডিয়াম নির্মাণের ঘোষণা ম্যানইউর১ লাখ ধারণ ক্ষমতার নতুন স্টেডিয়াম নির্মাণের ঘোষণা ম্যানইউর
এদিন আরও তিনটি দল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। বায়ার্ন মিউনিখ ২-০ গোলে (দুই লেগ মিলিয়ে ৫-০) লেভারকুসেনকে, ইন্টার মিলান ২-১ গোলে (মোট ৪-১) ফেইনুর্ডকে এবং বার্সেলোনা ৩-১ গোলে (মোট ৪-১) বেনফিকাকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে।