1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ০৫:২৩ অপরাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

বাগদাদে গ্রিন জোন লক্ষ্য করে রকেট হামলা

  • আপডেট টাইম : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৫৪০ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের রাজধানী বাগদাদে অতি সুরক্ষিত গ্রিন জোন লক্ষ্য করে দুটি রকেট হামলা চালানো হয়েছে, যার একটি সেখানে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে বিস্ফোরিত হয়েছে।

ইরাকি নিরাপত্তা বাহিনীর বিবৃতির বরাত দিয়ে রোববার সকালে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইরাকি নিরাপত্তা বাহিনীর বিবৃতিতে বলা হয়, বাগদাদের গ্রিন জোন লক্ষ্য করে দুটি রকেট ছোড়া হয়েছে। ‘সি-র‌্যাম’ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে একটি রকেট আকাশে থাকা অবস্থাতেই ধ্বংস করা হয় এবং দ্বিতীয়টি গ্রিন জোনে এসে পড়ে, যার আঘাতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

নিরাপত্তা বাহিনীর একটি সূত্র এএফপিকে জানায়, আকাশে ধ্বংস করে দেওয়া রকেটের ধ্বংসাবশেষ যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে এসে পড়ে। আর দ্বিতীয় রকেটটি দূতাবাসের ৫০০ মিটার দূরে আঘাত হানে।

জোড়া রকেট হামলার এই ঘটনায় অবশ্য এখন পর্যন্ত দায় স্বীকার করেনি কোনো পক্ষ।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..