শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৪:১০ অপরাহ্ন
সোহেল আহমদ: সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদ এবং মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মৌলভীবাজার প্রেসক্লাবের গনমাধ্যমকর্মিরা।
আজ (১৯ মে ) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব এর সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। এতে জেলায় কর্মরত গনমাধ্যমকর্মিরা অংশ গ্রহন করেন। এই মানববন্ধনে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজা মৌলভীবাজার একাত্মা প্রকাশ করেছে।
মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পান্না দত্তের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হামিদ মাহবুব, প্রেসক্লাব সহ সভাপতি নুরুল ইসলাম শেফুল, বাংলার দিন পত্রিকার সম্পাদক বকশী ইকবাল আহমদ, , সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক সরওয়ার আহমদ, এস এম উমেদ আলী, সালেহ এলাহী কুটি, দৈনিক মৌমাছি কণ্ঠ পত্রিকার সম্পাদক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, ইমজা সাধারণ সম্পাদক বকশী মিছবাহুর রহমান, প্রথমআলো নিজস্ব প্রতিবেদক আকমল হোসেন নিপু।
এসময় বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার তীব্র নিন্দা জানান। অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলাম এর নি:শর্ত মুক্তি সহ হেনস্তাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন বক্তারা। এছাড়াও ডিজিটাল নিরাপত্তা আইনসহ সাংবাদিকতার কন্ঠ রোধ করে এমন সকল কালো আইনের বিলুপ্তি দাবী করেন তারা।