1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

\ পীরানে পীর ইয়েমেনী বীর হযরত শাহ জালাল (রআঃ) ইয়েমেনীর স্মৃতি বিজড়িত পূন্যভূমি জালালবাদ পর্যটন শিল্পের অপার সম্ভাবনা

  • আপডেট টাইম : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৪ বার পঠিত

: মুজিবুর রহমান মুজিব ।:
পীরানে পীর ইয়েমেনী বীর হযরত শাহজালাল (রআঃ) ইয়েমেনীর স্মৃতি বিজড়িত পূন্য ভূমি জালালাবাদ আধুনিক বৃহত্তর সিলেট আদিকাল থেকে সু-সভ্য সংস্কৃতিবান প্রাচীন ও ঐতিহ্য বাহী জনপদ। বৃহত্তর সিলেটের মাটি ও পূত পবিত্র সতন্ত্র স্বকীয়তা ও ঐতিহ্যের দাবীদার। সিলেটের প্রাচীন ইতিহাস শিলালিপি তথ্য-তত্ব মতে এয়াদশ শতাব্দীর খ্যাতিমান পীরে কামেল হযরত শাহজালাল ইয়েমেনীর সঙ্গেঁ আনামাটির সঙ্গেঁ যে মাটির মিল পাওয়া যাবে সে খানেই হুজরা স্থাপন করতঃ ইসলাম প্রচার শুরু করবেন পীরে কামেল হযরত শাহ জালাল ইয়েমেনী। মাঠঘাট প্রান্তর, ভারত, দিল্লী পেরিয়ে গৌড় রাজ্যে এসে রাজা গোবিন্দকে পরাজিত করে হযরত চাষনী পীর এই মাটির সঙ্গেঁহযরত শাহ জালালের সঙ্গেঁ আনা মাটির মিল পেয়ে এখানেই হুজরা স্থাপন করতঃ ইসলাম প্রচার শুরু করেন এই পীরানে পীর। প্রাচীন গৌড় সিলহট সিলহেট জালালাবাদ নামে অভিহিত পরিচিত হতে থাকে। পাহাড়, নদী, হাওড়-বাওড়, দীগন্ত বিস্তৃত ফসলেরমাঠ অপরূপ প্রাকৃতিক নিসর্গএই মাটি ও মানুষের মায়ায় মমতায় বিমুগ্ধ হয়ে সে কাল থেকে এ কাল পর্যন্ত পীর ফকির সাধু সন্যাসী পরিব্রাযক পর্যটকগন এই অঞ্চলে এসেছেন বিমুগ্ধ হয়েছেন আঞ্চলিক সভ্যতাও সংস্কৃতিকে সম্বৃদ্ধ করেছেন। সর্বকালের সেরা বিশ্ব পর্যটক ইবনে বতুতা সিলহেট- হেটে হেটে এসে পীর শাহ জালালের সঙ্গেঁ সাক্ষাত করতঃ সিলেটের ভূ-প্রকৃতিও প্রাকৃতিক প্রাচুর্য্য বৈশিষ্ট অবলোকন করে বিমুগ্ধ হয়েছেন। পর্যটক ইবনে বতুতা তাঁর ভ্রমন কাহিনীতে গুরুত্ব সহকারে তা স্থান দিয়েছেন। হাল আমলে বিশ্ব ব্যাপি পর্যটন একটি সম্ভাবনাময় শিল্প হিসাবে স্বীকৃত। খ্যাত। পর্যটন শিল্পে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্ত বর্ত্তী জেলা বৃহত্তর সিলেটের অপার সম্ভাবনা বিদ্যমান। সিলেটের আধুনিক যোগাযোগ ব্যবস্থা উন্নত আইন শৃংখলা পরিস্থিতি, আবাসনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক মানের তারকা হোটেল-মোটেল রিসোর্ট-রেষ্ট হাউস, পাহাড়, নদী, হাওর,-বাওর হযরত শাহজালাল এর দরগা শরীফ পীর ফকির এর মাজার, দেশের বৃহত্তম টাঙ্গুঁয়ার হাওড়, হাকালুকির হাওর,বিশ্বের বৃহত্তম গ্রাম হবিগঞ্জের বানিয়াচং, সিলেটের রাতার গুলের অপরূপ প্রাকৃতিক নিসর্গ, দেড়শতাধিক চা বাগান এর প্রাকৃতিক সৌন্দর্য্য,ে বিমুগ্ধ হয়ে দেশে বিদেশের পর্যটকগন বৃহত্তর সিলেটে আসেন বৃহত্তর সিলেটের হৃদয় বান মানুষের ভালোবাসা, সেহ্ণ মমতায় বিমুগ্ধ হন সিলেটের অপরূপ প্রাকৃতিক নিসর্গে ও মুগ্ধ হন। প্রবাসী অধ্যুসিত সীমান্ত বর্ত্তী জনপদ বৃহত্তর সিলেটে সেকাল থেকে একাল পর্যন্ত পর্যটন শিল্পের রয়েছে বিপুল সম্ভাবনা। অপার সম্ভাবনা।
[আজীবন সদস্য, জালালাবাদ এসোসিয়েশন, ঢাকা। সিনিওর এডভোকেট হাই কোর্ট। সাবেক সভাপতি, মৌলভীবাজারে প্রেসক্লাব,মুক্তিযোদ্ধা।]

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..