বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন
মশাহিদ আহমদ :: মৌলভীবাজারে সরকারী উচ্চ বিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রাবাসের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে দীপ্ত বণিক (২৫) নামে জুয়েলারী দোকানের এক কর্মচারীর শিলিং ফ্যানের সাথে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানার পুলিশ। সে কুমিলা জেলার বাসিন্দা মৃতঃ সেবাল চন্দ্র বণিকের ছেলে । বর্তমানে মৌলভীবাজার শহরের সেন্ট্রাল সড়কে জয় দুর্গা বস্ত্রালয় এর উপরে একটি বাসায় তার মাকে নিয়ে থাকতেন। জানা গেছে- মৃত ঃ দীপ্ত বণিক এর বোনের স্বামী স্বপন চন্দ্র কর্মকার দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রাবাসের ইনচার্জ। এই সুবাদে তার আসা-যাওয়া, রাত্রিযাপন ছিলো ছাত্রাবাসে। গত ৩১ মে দুপুর অনুমান সাড়ে ১২টার দিকে দীপ্ত প্রতিদিনের মত দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রাবাসে যায়। সেখানে বাদ জোহর ( সময়- ১টার পর) দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রাবাসের অন্যান্য ছাত্ররা কক্ষ বন্ধ দেখে এক শিক্ষকের সহযোগিতায় দরজা ভেঙ্গে রুমের একটি ফ্যানের সাথে ঝুলন্ত দেখতে পান। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। একটি সুত্রে প্রকাশ-দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রাবাসের ইনচার্জ স্বপন চন্দ্র কর্মকার ও তার বোনের সাথে দীপ্ত বণিক এর পারিবারিক ভাবে মনোমালিন্য চলে আসছে। সেই কারণে সেন্ট্রাল সড়কে জয় দুর্গা বস্ত্রালয় এর উপরে দীপ্ত বণিক এর ভাড়ায় নেয়া বাসায় সে বেশ কিছু দিন যাবৎ যাওয়া- আসা বন্ধ করে দেয়। এ ব্যপারে জানতে চাইলে দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রাবাসের ইনচার্জ স্বপন চন্দ্র কর্মকার বলেন- দীপ্ত আমার সর্ম্পর্কে শালা। সেই সুবাদে এখানে নিয়মিত আসা যাওয়া। এখানে আরো অনেক লোক আসে। দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রাবাসে বহিরাগত কোন লোক আসা, কিংবা রাত্রিযাপন, খাওয়া-দাওয়া করার সুযোগ আছে কি না এমন প্রশ্লের জবাবে তিনি কোন সঠিক জবাব দিতে পারেননি। সর্বশেষ তিনি এ মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেন।