শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০২:৪১ পূর্বাহ্ন
হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার লস্করপুর রেলগেট এলাকায় সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেসে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার (১১ জুন) দিনগত রাত ১১টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ জানান, সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট থেকে ঢাকাগামী পারাবত ট্রেনের নিচে পড়ে তার মৃত্যু হয়েছে।
রাত ১১টায় স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।