বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:১৭ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক,বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল,বন ও পরিবেশ মন্ত্রী এম শাহাব উদ্দিন আহমদ মৌলভীবাজার-৩ আসনের সাংসদ সদস্য নেছার আহমদ,কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য,জেলা প্রশাসক মীর নাহিদ আহসান,পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া।
গতকাল রবিবার দুপুর শহরের কাশিনাথ আলাউদ্দিন হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে জেলা পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। আলোচনা সভা শেষ বীর মুক্তিযোদ্ধাদের এককালীন অনুদান প্রদান,ছাত্র-ছাত্রীদের বৃত্তির অর্থ প্রদান,গৃহহীনদের গৃহের মালিকানা পত্র বিতরণ,সেলাই প্রশিক্ষণার্থীদের সনদপত্র ও সেলাই মেশিন বিতরণ,কম্পিউটার প্রশিক্ষনার্থীদের সনদপত্র বিতরণ করা হবে। সন্ধ্যায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।