1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ফিলিস্তিনিদের পক্ষে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ, যুদ্ধ বন্ধের আহ্বান

  • আপডেট টাইম : শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ৫৭ বার পঠিত

ডেস্ক রিপোর্ট : ফিলিস্তিনিদের পক্ষে বিশ্বের বিভিন্ন দেশে হাজার হাজার মুসলিম ব্যক্তি বিক্ষোভ মিছিল করেছেন। শুক্রবার (২০ অক্টোবর) পবিত্র জুমার নামাজ শেষে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে তারা গাজায় বিমান হামলা বন্ধসহ যুদ্ধ বন্ধের আহ্বান জানান।

ইরান, জর্ডান, মিশর, তুরস্কের রাজধানী আঙ্কারা, ইস্তাম্বুল, ইন্দোনেশিয়া, তিউনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া এবং বাংলাদেশে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর গাজা উপত্যকায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এতে ৪০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছে ১৩ হাজার মানুষ। যাদের অধিকাংশ নারী, শিশু ও বৃদ্ধ।

ফিলিস্তিনের কর্তৃপক্ষ বলছে, ইসরায়েলের হামলায় এক হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।

অন্যদিকে হামাসের হামলায় ১৪০০ ইসরায়েলি নিহত হয়েছে। যাদের মধ্যে অধিকাংশই ছিল বেসামরিক নাগরিক। এছাড়া ২০০ জনকে জিম্মি করেছে হামাস। তবে ইসরায়েল সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে ২০৩ জনকে জিম্মি করেছে হামাস।

ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে মিশরে বড় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে হাজার হাজার মানুষ অংশ নেয়। এ সময় তারা অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেন।

এছাড়া আল আজহার মসজিদ এবং মিশরের রাজধানী কায়রোতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় তুরস্কের রাজধানী আঙ্কারাতে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..