শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ০৯:০৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মো: সাকির হোসেন চৌধুরী ও তার পরিবারের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলনের জের ধরে তার উপর হামলা ও মটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। সোমবার ২১ আগষ্ট ৩ টায় সদর উপজেলার গিয়াস নগর বাজারের সম্মুখে এক দল সন্ত্রাসী তার উপর এ হামলা চালায়। এসময় তার মটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় সন্ত্রাসীরা। জানাযায়, গত ২ আগষ্ট মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে দৈনিক মৌমাছি কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার মো: সাকির হোসেন চৌধূরী একটি সংবাদ সম্মেলন করেন সংবাদ প্রকাশের জের ধরে কিছু সন্ত্রাসী তার মোবাইলে পরিবারের সকলের প্রাননাশের হুমকি দেয়। এব্যাপারে মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। গত ১৯ ও ২১ আগষ্ট আবারও সন্ত্রাসীরা তার মোবাইল ফোনে ম্যাসেজ দিয়ে হুমকি দেয়। ২১ আগষ্ট বিকেল বেলা গিয়াস নগর এলাকা দিয়ে যাওয়ার সময় সন্ত্রাসীরা তাকে আক্রমন করে তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে মেরে মারাতœক জখম করে। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলে মৌলভীবাজার ল-১১-১৩১৭ ভাংচুর করে। স্থানীয় জনতা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশংকাজনক। মো: সাকির হোসেন চৌধুরী জানান, মোটরসাইকেল যোগে যাওয়ার সময় সন্ত্রাসীরা তাকে আক্রমন করে। যাওয়ার সময় হুমকি দিয়ে যায়, “সরকার দলের এমপিদের বিরুদ্ধে লেখে সাংবাদিক তুই আর বাঁচতে পারবেনা। আবার আমাদের দেখা হবে।