বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০৬ অপরাহ্ন
অর্জুন দেবনাথ :মৌলভীবাজার মডেল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব ইয়াছিনুল হক এর দিক নির্দেশনায়, পুলিশ পরিদর্শক জনাব গোলাম মুর্তজা এবং পুলিশ পরিদর্শক জনাব মশিউর রহমান এর সার্বিক তত্বাবধানে অদ্য ১৩/০৬/২০২১ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে এসআই/ গিয়াস উদ্দিন খান, এএসআই/ মাহবুবুল আলম সঙ্গীয় অফিসার এসআই/ মোঃ আব্দুল্লাহ আল নোমান ও ফোর্সের সহায়তায় আমতৈল এলাকায় অভিযান পরিচালনা করে সাজা পরোয়ানাভুক্ত দায়রা মামলা নং- ৬২৭/১৭, এর আসামী আক্তারুজ্জামান, পিতা- সিতার মিয়া, সাং- আমতৈল, থানা ও জেলা- মৌলভীবাজার এবং সাজা পরোয়ানাভুক্ত দায়রা মামলা নং- ৮৮/১৬ এর আসামী- আশক আচার্য্য, পিতা- অনুকুল আচার্য্য, সাং- আমতৈল, থানা ও জেলা- মৌলভীবাজারদ্বয়কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।