বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৬:০৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর উপজেলার “আপ্তাব উদ্দিন ফাউন্ডশন” স্কুল-মাদ্রাসা শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও ইউনিফর্ম প্রদান করেছে।
শনিবার দুপুরে একাটুনা ইউনিয়নের সিংকাপন উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয় এই শিক্ষাবৃত্তি অনুষ্ঠান। ফাউন্ডেশনের উপদেষ্টা শামীম আরা বেগমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সভাপতি নেছার আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-সচিব শামছুল ইসলাম।
বক্তব্য দেন প্রবীন আইনজীবী এডভোকেট মুজিবুর রহমান মুজিব, সাংবাদিক আজাদুর রহমান আজাদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসেন ভূইয়া, আপ্তাব উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহবুব আরা জেলি, শামীম আরা বেগম, আফসা আক্তার, রাফিকা বিনতে রউফ প্রমূখ। পরে স্কুুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের বৃত্তি ও ইউনিফর্ম প্রদান করেন অতিথিরা।