মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন
ষ্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদরে মেডিকেল কলেজ স্থাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণাসহ বিভিন্ন দাবিতে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুন) জেলা নাগরিক কমিটির আয়োজনে মৌলভীবাজার প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সভায় উপস্থিত ছিলেন জেলা নাগরিক কমিটির উপদেষ্টা মৌলভীবাজার-২ আসনের সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, আহবায়ক সৈয়দ সাহাবউদ্দিন আহমদ, যুগ্ম আহবায়ক সরওয়ার আহমদ, সদস্য সচিব বকসি ইকবাল আহমদসহ অনেকে।
এ সময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে মৌলভীবাজারবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে শিগগিরই মৌলভীবাজার সদরে মেডিকেল কলেজ স্থাপন ঘোষণার দাবি করেন। একই সাথে এ জেলায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, মৌলভীবাজার জেলাকে পর্যটন জেলা হিসাবে ঘোষণা ও শমসেরনগর বিমানবন্দরকে অভ্যন্তরীণ বিমানবন্দর হিসাবে চালু করার জোর দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলন সংগ্রামের হুমকি দেয়া হয়।