1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১১:৫৫ পূর্বাহ্ন

ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

কেমন হলো জয়ার প্রথম বলিউড ছবি

  • আপডেট টাইম : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ১৬২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট::ভারতে অনেকদিন ধরেই কাজ করছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। কলকাতার সিনেমায় অভিনয় করে ওপার বাংলায় বেশ জনপ্রিয়তাও পেয়েছেন তিনি। বাংলা পেরিয়ে জয়া এবার অভিনয় করলেন হিন্দি সিনেমায়।

অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত এ বলিউড ছবির নাম ‘কড়ক সিং’। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে গত ৮ ডিসেম্বর মুক্তি পেয়েছে সিনেমাটি। এতে নয়না চরিত্রে অভিনয় করছেন জয়া।

কেমন করলেন বাংলাদেশের এই তারকা? ভারতের প্রথমসারির পত্রিকাগুলো ছবিটি নিয়ে ইতিমধ্যে প্রকাশ করেছে রিভিউ। সিনেমাটি বেশিরভাগ সমালোচকের মন ভরাতে পারেনি। তবে অভিনয়ের প্রশংসা কুড়াচ্ছেন পঙ্কজ ত্রিপাঠী। দু’একটি জায়গায় জয়া আহসানের নামও বিশেষভাবে নেওয়া হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস ছবিটি নিয়ে তুমুল সমালোচনা করেছে। তাদের শিরোনাম, পঙ্কজের ছবির এর চেয়ে আর কতটা খারাপ হতে পারে?

দ্য হিন্দুর শিরোনাম, ‘পঙ্কজ ত্রিপাঠি এই নিস্তেজ থ্রিলারটিকে বাঁচিয়ে রেখেছেন’।

এনডিটিভি রিভিউয়ের শিরোনামে লিখেছে, ‘পঙ্কজ ত্রিপাঠী একাই ফিল্মটি ধরে রাখার জন্য যথেষ্ট’। ২.৫ রেটিং দিয়েছে তারা। আর জয়া প্রসঙ্গে তাদের মন্তব্য, ‘পঙ্কজের চারপাশে যারা আছেন, যেমন- জয়া আহসান, সঞ্জনা সাংঘি, দিলীপ শঙ্কর এবং পরেশ পাহুজা—তারা চমৎকার করেছেন। অনেকাংশে প্রতিক্রিয়াশীল ভূমিকা রয়েছে তাদের।’ তবে তারা যে পঙ্কজের মতো অভিনয়ের জায়গা পাননি, তাও বলেছে চ্যানেলটি।

ইন্ডিয়া টিভির মতে, পঙ্কজ ত্রিপাঠি নিখুঁত রহস্য থ্রিলার শেষ করতে পেরেছেন।

সিনেমার মূল চরিত্রটি করেছেন পঙ্কজ ত্রিপাঠি। গল্পে দেখানো হয়েছে ত্রিপাঠি অ্যামনেশিয়ায় আক্রান্ত অর্থনৈতিক দুর্নীতি বিভাগের একজন কর্মকর্তা। কিন্তু হঠাৎ করে তিনি হাজির হন হাসপাতালে। এরপর তাকে পাওয়া যায় নানা ধরনের নাশকতামূলক কাজেও। তাকে নিয়েও মূলত চিত্রনাট্য এগিয়ে নিয়েছেন পরিচালক। তবে জয়ার চরিত্রটিও গুরুত্বপূর্ণ বলেছেন নির্মাতা অনিরুদ্ধ। এই সিনেমার শুটিং হয়েছে মুম্বাইতে।

তারকাবহুল এ ছবিতে পঙ্কজ-জয়া ছাড়াও আছেন পার্বতী, সঞ্জনা সাংঘি প্রমুখ। গত মাসে গোয়ায় ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..