বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন
কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে উৎসবমূখর পরিবেশে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের আনন্দ সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
জেলার কমলগঞ্জ উপজেলার পাহাড়ী অঞ্চল টিলাগাও ইকো রির্সোটে প্রেসক্লাব সভাপতি এডভোকেট এ এস এম আজাদুর রহমানের সভাপতিত্বে দিনব্যাপী আনন্দ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অবসর প্রাপ্ত পরিচালক ডা: সত্যকাম চক্রবতী, লন্ডন প্রবাসী সেলিম আহমদ, শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায়, শ্রীমঙ্গল পোস্ট মাস্টার আব্দুল মতিন ও সুব্রত চক্রবর্তী।
অনুষ্ঠানে স্মৃতি পরীক্ষাসহ বিভিন্ন বিষয়ে বিজয়ীদের পুরস্কার তুলেদন অতিথিরা। পরে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।