শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১২:০১ অপরাহ্ন
বড়লেখা প্রতিনিধি: বড়লেখার দক্ষিণভাগে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মানববন্ধনে সন্ত্রসীদের গুলিতে এক পথচারী নিহত হয়েছে। সংঘর্ষের উভয় পক্ষের আরো ১২ জন আহত হয়েছেন বলে বড়লেখা থানা অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করেছেন । মঙ্গলবার (১০ জানুয়ারী) হিন্দু সম্পত্তিতে মাদ্রাসা নির্মাণ করার প্রতিবাদে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মানববন্ধনে হামলার ঘটনা ঘটে। জানা যায়, গত শুক্রবার দক্ষিণভাগ বাজারের পার্শে এক হিন্দু সম্পত্তিতে এলাকার স্থানীয় প্রভাবশালী আমিনুল হক এর নেতৃত্বে শতাধিক মানুষ মাদ্রাসা নির্মাণের চেষ্টা করে। এব্যাপারে জমির মালিক অরবিন্দু দেব বড়লেখা থানায় অভিযোগ করলে পুলিশ জমিতে ৪৪ ধারা জারি করেন। জোর পুর্ক মাদ্রাসা নির্মানের প্রতিবাদে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মানববন্ধনের আয়োজন করে। এ মানববন্ধন চলার সময় একদল সন্ত্রাসী এসে এলোপাতারী গুলি করে। এ সময় সন্ত্রাসীর গুলিতে আব্দুল হক(২৩) নামের এক পথচারীর নিহত হয়। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষে ১২ জন আহত হযেছেন । আহতরা হলেন, সাওন দেব নাথ(৩৫), বিমান শীল(২৬), রুপম রবিদাস(২৫), পল্লব দাস(২২), অসীম দেব(২২) আরুপ রতন দেব(৫৫),কনিক পাল(২০), পাবেল দেব(৪৩), মাইনুল ইসলাম(২২), রায়হান(১৮), সামছুল ইসলাম(৫৫), ফরিদ মিয়া(৩৪)। নিহত আব্দুল হকের চাচা আমিনুল হক বাদী হয়ে ৮ জনকে আসামী করে বড়লেখা থানায় হত্যার মামলা দায়ের করেছেন। এব্যাপারে বড়লেখা উপজেলা শাখার হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিবেকান্দ দাশ বলেন, দক্ষিণভাগ মৌলবাদী আমিনুল হক দাপটের সাথে এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। এখানে তার কথাই আইন। সে হিন্দু সম্পত্তি জোর পুর্বক মাদ্রাসা করতে চায়। এব্যাপারে বাঁধা দেওয়ায় তাদের মারধোর করে। পুলিশ এব্যাপারে শক্ত কোন পদক্ষেপ নেয়নি। তাই বাধ্য হয়ে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন করা হয়। শান্তিপুর্ণ কর্মসুচিতে তারা সন্ত্রাসী নিয়ে আক্রমন করে এবং তাদের গুলিতেই পথচারী আব্দুল হক মারা যায়। উল্টো তারাই আমাদের জমির মালিক অরবিন্দু দেব ও তার ছেলে সহ ৮ জনের উপর মামলা করেছে। বড়লেখা থানা অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান বলেন, মানববন্ধনে সংঘর্ষ ও নিহতের ঘটনার তদন্ত চলছে। দোষী যেই হউক তাকে আইনের আওতায় নেওয়া হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কিছু বলা যাবেনা।