শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন
বিনোদন প্রতিবেদক: ১৯৮৪ সালে মাত্র ১০ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিষেক করেছিলেন বর্তমান সময়ের জনপ্রিয় গায়িকা আঁখি আলমগীর। ছবির নাম ‘ভাত দে’। সেখানে তিনি তার সুপারস্টার বাবা চিত্রনায়ক আলমগীরের মেয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। এরপর আঁখি আলমগীর সেভাবে আর কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি। শুধু ২০১৪ সালে ফেরদৌস-মৌসুমী অভিনীত ‘এক কাপ চা’ ছবিতে তাকে অতিথি চরিত্রে দেখা যায়। সেখানেও তার বাবার উপস্থিতি ছিল। এই গায়িকা আবারও অভিনয় করতে চান, যদি সেই ছবিতে তার বাবা আলমগীরও থাকেন।রবিবার বিশ্ব বাবা দিবসে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়ে এই কথা জানান আঁখি আলমগীর। গায়িকার সেই স্ট্যাটাসটি হুবহু তুলে দেয়া হল-
আমার বাবা একজন পরিপূর্ণ মানুষ। বিপদে-আপদে সাহসিকতার আরেক নাম বাবা। আমি বড় আর স্বাবলম্বী হয়েছি ঠিকই, তার পরও বাবার কাছে জবাবদিহির জায়গাটা এখনো রয়ে গেছে।
তিনি আরও লিখেছেন, মেয়ে হিসেবে ভীষণ গর্বিত। করোনা দুর্যোগের এমন সময়ে আব্বু আম্মুর জন্য একটাই কামনা, আল্লাহ যেন তাঁদের সুস্থ রাখেন, দীর্ঘায়ু দেন। আবার যদি সিনেমায় অভিনয় করি আব্বুর সঙ্গেই একই ফ্রেমে অভিনয় করব, নতুবা নয়।