1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

প্রথম মৌসুমেই লেওয়ান্ডোভস্কিকে ধরলেন হ্যারি কেন

  • আপডেট টাইম : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৮১ বার পঠিত

ডেস্ক রিপোর্ট::টটেনহ্যাম থেকে বায়ার্ন মিউনিখে গিয়ে প্রথম মৌসুমেই লিগ লিজেন্ড রবার্ট লেওয়ান্ডোভস্কিকে ধরে ফেললেন হ্যারি কেন। লিগে মৌসুমের অর্ধেক পথে পোলিস স্ট্রাইকারের সমান রেকর্ড ২২টি গোল করেছেন তিনি। শুক্রবার (১২ জানুয়ারি) লিগে হফেনহেইমকে ৩-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। এ ম্যাচে জামাল মুসিয়ালা করেছেন জোড়া গোল, অন্য গোলটি এসেছে হ্যারি কেনের কাছ থেকে। এর মাধ্যমেই দলটির সাবেক ফুটবলার লেওয়ান্ডোভস্কিকে ধরে ফেললেন তিনি। ২০২০-২১ মৌসুমে লিগের অর্ধেক পথে বায়ার্ন মিউনিখের হয়ে ২২ গোল করেছিলেন লেওয়ান্ডোভস্কি। ওই মৌসুমে গার্ড মুলারের সর্বোচ্চ গোলের রেকর্ড ভেঙে তিনি করেছিলেন ৪১ গোল। ২০২২ সালে বায়ার্ন ছেড়ে বার্সেলোনায় পাড়ি জমান এ তারকা। এদিকে, লম্বা সময় ধরেই তুখোর ফর্মে হ্যারি কেন। বায়ার্নে এসে আরও শাণিত তিনি। এই কেন শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবেন, লেওয়ান্ডোভস্কির সর্বোচ্চ গোলের রেকর্ড ভাঙতে পারবেন তিনি? তার জন্য ১৮ ম্যাচে আরও ২০টি গোল করতে হবে তাকে। প্রসঙ্গত, হফেনহেইমের বিপক্ষে জয় দিয়ে লিগ লিডার লেভারকুসেনের আরও কাছে পৌঁছেছে বায়ার্ন। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ৪১। সমানসংখ্যক ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লেভারকুসেন। ১৭ ম্যাচে হফেনহেইমের পয়েন্ট ২৪।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..