1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ধোনির পরামর্শেই এগিয়ে যাচ্ছেন দুবে

  • আপডেট টাইম : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৫৫ বার পঠিত

ডেস্ক রিপোর্ট::ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সবশেষ আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছিলেন শিভম দুবে। দলটির শিরোপা জয়ে ব্যাট হাতে দারুণ অবদান রেখেছিলেন তিনি। গতকাল আফগানিস্তানের বিপক্ষেও হাফসেঞ্চুরি করেছেন তিনি। মুলত মহেন্দ্র সিং ধোনির পরামর্শেই ব্যাট হাতে সফলতা পাচ্ছেন, এমনটাই জানান দুবে। ২০১৯ সালে আইপিএলে অভিষেক হয় দুবের। খেলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, রাজস্থান রয়্যালসে। সবশেষ ২০২২ সালে চেন্নাইয়ে যোগ দেন তিনি। যেখানে ব্যাট হাতে আলো ছড়ান তিনি। তাই আসন্ন আসরের জন্য চেন্নাই এই ব্যাটারকে রিটেইন করেছে। এদিকে গতকাল আফগানিস্তানের বিপক্ষেও দারুণ পারফর্ম করেছেন এই অলরাউন্ডার। আফগানদের বিপক্ষে গতকাল ৬০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি নিয়ছেন একটি উইকেট। তার দুর্দান্ত ফিনিশিং এর মাধ্যমেই ভারতের ৬ উইকেটের জয় নিশ্চিত হয়। এমন সফলতা পেয়ে দুবে জানালেন ধোনির কাছ থেকে নেয়া পরামর্শই তাকে সাহায্য করেছে। নিজের সফলতা নিয়ে দুবে বলেন, ‘আমি যখন ব্যাট করতে আসি তখন এসএম ধোনির কাছ থেকে নেয়া ফিনিশিং এর বিষয়ে বিভিন্ন পরামর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করি। আমি মাহি ভাইয়ের সঙ্গে (প্রায়ই) কথা বলতে থাকি, সে আমাকে বিভিন্ন পরিস্থিতি মোকাবেলা করার পরামর্শ দিয়ে থাকেন। সে আমাকে দু-তিনটি পরামর্শ দিয়েছেন এবং আমার ব্যাটিংকে রেট করেছেন।’ মূলত ধোনির ব্যাটিং রেট করাই দুবের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে। এই বিষয়ে এই ব্যাটিং অলরাউন্ডার বলেন, ‘সুতরাং, সে (ধোনি) যদি আমার ব্যাটিংকে রেট করতে থাকে, তাহলে আমি ভালো খেলতে থাকব। মূলত এটার কারণে আমার আত্মবিশ্বাস বেড়ে গেছে।’ বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয় দুবের। কিন্তু ২০২০ সালের পর প্রায় তিন বছর দলের বাইরে ছিলেন। তবে গত বছর আবারো দলে ফেরেন। ছিলেন আয়ারল্যান্ড সিরিজ ও এশিয়ান গেমসে। এমনকি বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া সিরিজেও দলে ছিলেন, কিন্তু কোনো ম্যাচে সুযোগ পাননি। তাই দলে ফিরে বেশ উচ্ছ্বসিত দুবে। এ সময় রোহিত শর্মা ও ধনির অবদানের কথাও জানান তিনি। দুবে আরো বলেন, ‘এটা খুব অসাধারণ লাগছে কারণ আমি অনেক দিন পর ভারতীয় দলে ফিরেছি। এটা খুব গুরুত্বপূর্ণ ছিল। ধোনি এবং রোহিত তার দুজনেই আমাকে উপরে (ব্যাটিংয়ে আগে নামা) ব্যাট করার কথা বলেছে। এখন অনেক কাজ করতে হবে। আমি জানি তারা চায় আমাকে ফেরাতে এবং ভালো করাতে। এটাই আমাকে অনেক বেশি ইতিবাচক করে তুলছে।’

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..