1. [email protected] : Admin : sk Sirajul Islam siraj siraj
  2. [email protected] : admi2017 :
  3. [email protected] : Sk Sirajul Islam Siraj : Sk Sirajul Islam Siraj
ব্রেকিং নিউজ :
বিনোদন :: গান গাইতে গাইতে মঞ্চেই গায়কের মর্মান্তিক মৃত্যু!,  খেলার খবর : অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, বিমানবন্দরে যুবাদের জানানো হবে উষ্ণ অভ্যর্থনা,

ডি ব্রুইনা নৈপুণ্যে রোমাঞ্চকর জয় পেল সিটি

  • আপডেট টাইম : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৫২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট::নিউক্যাসলের মাঠে ম্যাচের ৭৩ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। একের পর এক সুযোগ তৈরি করেও পাচ্ছিল না কাঙ্ক্ষিত জালের দেখা। সেখানে বদলি হিসেবে যেন জয়ের দূত হয়ে নামলেন বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। নেমেই দলকে ফেরান সমতায় এবং যোগ করা সময়ে সতীর্থের গোলে রাখেন অবদান। এতে শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল। এই জয়ে ফের শিরোপা জয়ের দৌড়ে নাম লেখাল সিটি। ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে উঠে এলো তালিকার দুইয়ে। সমান ম্যাচে দুই পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে লিভারপুল। ম্যাচের দ্বিতীয় মিনিটেই জালে বল পাঠান নিউক্যাসল ফরোয়ার্ড আলেকসান্দার ইসাক। তবে তা বাতিল হয় অফসাইডে। এদিকে ষষ্ঠ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে নিজ দলের ডিফেন্ডার কাইল ওয়াকারের সঙ্গে ধাক্কা খান সিটি গোলরক্ষক এদারসন। পরে প্রাথমিক চিকিৎসা নিয়েও ঠিক পুরোপুরি স্বস্তি পাচ্ছিলেন না এই ব্রাজিলিয়ান গোলরক্ষক। পরে এদারসনকে তুলে নেন গার্দিওলা। বদলি হিসেবে নামেন জার্মান গোলরক্ষক স্টেফান ওরটেগা। ম্যাচের বেশিরভাগ সময় পিছিয়ে থাকলেও গোলের শুরুটা করে সিটিই। ২৬তম মিনিটে ওয়াকারের বুদ্ধিদীপ্ত ক্রস থেকে বলকে জালের ঠিকানায় পাঠান বের্নার্দো সিলভা। তার কিছুক্ষণ পরেই অবশ্য গোল উৎসবে মাতে স্বাগতিকরা। ৩৫ থেকে ৩৭, এই তিন মিনিটের মধ্যে জোড়া গোল করে ম্যাচে এগিয়ে যায় নিউক্যাসল। ৩৫তম মিনিটে প্রথম গোলটি করেন ইসাক, ২ মিনিট বাদে দলকে এগিয়ে নেওয়ার গোলটি করেন অ্যান্থনি গর্ডন। সেখান থেকেই ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে সিটিজেনরা। তবে আক্রমণের ফুলঝুরি ফুটিয়েও সফল হতে পারছিল না গত আসরের ট্রেবলজয়ী দলটি। এদিকে পাঁচ মাচ পর চোট কাটিয়ে লিগ ম্যাচে ফেরার দিনে বদলি হয়ে নামেন ডি ব্রুইনা। এবং তাতেই বাজিমাত। ৭৪তম মিনিটে রদ্রির পাস ধরে একক নৈপুণ্যে বল জালে পাঠান এই বেলজিয়ান। দল ফেরে ২-২ সমতায়। এরপর যোগ করা সময়ে আবারও ডি ব্রুইনা জাদু। ৯০+১ মিনিটে দারুণ এক ক্রসে বল বাড়িয়ে দেন ববের উদ্দেশ্যে। এবং সেখানে কোনো ভুল করেননি এই নরয়েজীয় মিডফিল্ডার। প্রিমিয়ার লিগের ম্যাচে সিটির হয়ে ববের এটিই প্রথম গোল। এবং তার সঙ্গে দলও মাতে জয়ের উল্লাসে।

প্লিজ আপনি ও অপরকে নিউজটি শেয়ার করার জন্য অনুরোধ করছি

এ জাতীয় আরো খবর..